প্রকাশিত : ২৯ মে, ২০২৫, ০৯:৩৭ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

ঝড়ের ছোবলে নড়িয়ার ফার্মেসিতে বড় ক্ষতি: উড়ে গেল চাল, হারাল কাগজপত্রও

মোঃ আব্দুল্লাহ, নড়িয়া উপজেলা প্রতিনিধিঃ

শরীয়তপুরের নড়িয়া উপজেলার ফতেজঙ্গপুর বাজারে ভয়াবহ ঝড়ের তান্ডবে উড়ে গেল একাধিক স্থাপনার ছাউনি। সবচেয়ে বেশি ক্ষতি হয়েছে ‘উবায়দুল্লাহ হোমিও হল ও হেকিমি দাওয়াখানা’-তে।

ঝড়ের সময় দমকা হাওয়ায় উড়ে যায় ফার্মেসির টিনের চাল, ভেতরে থাকা মূল্যবান ওষুধপত্র ছিটকে পড়ে নষ্ট হয়ে যায়। ওষুধ রাখার তাক, রোগ নির্ণয়ের যন্ত্রপাতি, রোগী দেখার রেজিস্টার খাতা—সবকিছুই এলোমেলো।

ফার্মেসির মালিক জানান, প্রায় ৬০ হাজার টাকার ক্ষতি হয়েছে এই ঘটনায়। ঝড় থেমে গেলেও এখনও খোঁজ মেলেনি বেশ কিছু গুরুত্বপূর্ণ কাগজপত্রের।

স্থানীয়দের ভাষ্য, হঠাৎ করে ঝড় শুরু হয়, বাজারের অনেকে তখন দোকান বন্ধ করে পালিয়ে যান। এ সময় উবায়দুল্লাহ হোমিও হলের ওপরই যেন বেশি আঘাত হানে ঝড়।

বাজারের কয়েকজন দোকানদার বলেন, ‘প্রায় ১৫ মিনিট ধরে চলা ঝড়ে একে একে উড়ে যায় কয়েকটি দোকানের ছাউনি, তবে সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে হেকিমি দাওয়াখানাটি।’

  • সর্বশেষ
  • জনপ্রিয়