প্রকাশিত : ২৬ মে, ২০২৫, ১১:৪৪ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

গাজীপুর ট্রাক-মোটরসাইকেল সংঘর্ষে শ্রমিক নিহত

আলফাজ উদ্দিন স্বপন 

গাজীপুরের শ্রীপুরে ট্রাক ও মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে সাকিবুল হাসান সোহান (৩০) নামে এক পোশাক শ্রমিক নিহত হয়েছেন। 
সোমবার (২৬ মে) বিকেল ৫টার দিকে মাওনা-কালিয়াকৈর আঞ্চলিক সড়কের হাসিখালি ব্রিজের পশ্চিম পাশে এ দুর্ঘটনা ঘটে।
নিহত সোহান শেরপুর জেলার বাসিন্দা। তিনি মাওনা ইউনিয়নের সিংদিঘী এলাকার টোপাজ ড্রেসেস লিমিটেড কারখানায় জুনিয়র ফিনিশিং আয়রনম্যান হিসেবে কর্মরত ছিলেন। সোহান মাওনা এলাকায় একটি ভাড়া বাসায় বসবাস করতেন।
প্রত্যক্ষদর্শীরা জানান, বিকেলে কাজ শেষে মোটরসাইকেলযোগে বাসায় ফেরার পথে হাসিখালি ব্রিজের পশ্চিম পাশে পৌঁছালে বিপরীত দিক থেকে আসা একটি ট্রাকের সঙ্গে মুখোমুখি সংঘর্ষ হয়। এতে তিনি ছিটকে পড়ে ঘটনাস্থলেই মারা যান।
মাওনা পুলিশ ফাঁড়ির ইনচার্জ মোহাম্মদ হাসমত উল্লাহ জানান, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল থেকে মরদেহ উদ্ধার করেছে। দুর্ঘটনার বিষয়ে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।

  • সর্বশেষ
  • জনপ্রিয়