শুক্রবার, ডিসেম্বর ১৩, ২০২৪

Logo
01841919398 বৃহস্পতিবার, ১৩ ২০২৩, ৮:২৭ অপরাহ্ণ

সংবাদ সম্মেলনে স্বতন্ত্র প্রার্থী এম এ কাইয়ুম ভূঁইয়া বলেন যতই মারামারি করুক, আমি মাঠ ছাড়ব না

 

শাহ সাহিদ উদ্দিন, কুমিল্লা রিপোর্টার

 

 

 

ক্যারামবোর্ডের প্রতীকের প্রার্থী এমএ কাইয়ুম ভূঁইয়া বলেছেন, ‘যতই মারামারি করুক, আমি মাঠ ছাড়ব না। সাইফুল ইসলাম শামীম (আওয়ামী লীগ–মনোনীত প্রার্থী)। উনি একটা দলের প্রার্থী; আর আমি এককভাবে নির্বাচন করি। আমার প্রতি এত অত্যাচার কেন? এ অত্যাচারের কি বিচার হবে না?’

ADVERTISEMENT

গতকাল বৃহস্পতিবার বিকেলের দিকে কুমিল্লার দেবীদ্বার উপজেলা প্রেসক্লাবে আয়োজিত সংবাদ সম্মেলনে এমএ কাইয়ুম ভূঁইয়া এসব কথা বলেন।

গত মঙ্গলবার রাতে ও বুধবার বিকেলে দেবীদ্বার পৌরসভার বারেরা এলাকায় স্বতন্ত্র মেয়র প্রার্থী এমএ কাইয়ুম ভূঁইয়া গণসংযোগে হামলা চালানোর অভিযোগে এই সংবাদ সম্মেলনের আয়োজন করা হয়। সংবাদ সম্মেলনে তাঁর প্রধান সমন্বয়ক ছোটভাই সবুর ভূঁইয়াসহ জাবেদ আহম্মেদ নবী উপস্থিত ছিলেন।

৯টি ওয়ার্ডের প্রতিটি গ্রামে গেলে সবাই ভোট দিতে চায়। কিন্তু বারেরা ও বানিয়াপাড়া গেলেই হামলা করে। যে কয় দিন গেছি, প্রায়ই হামলা হয়েছে। দুদিক দিয়ে হামলা করে, পিডাপিডি করে। তবে এ এলাকার সর্বস্তরের জনগন আমার পক্ষে আছেন।

সংবাদ সম্মেলনে এমএ কাইয়ুম ভূঁইয়া বলেন, ‘আমার ভোটটা আমি ঠিকমতো কীভাবে পাব? আমি তো এখনই বুঝতাছি, ভোট ঠিকমতো দিতে দিবে না। আপনারা দোয়া করেন, আমি যেন নির্বাচনের দিন পর্যন্ত পর্যন্ত সুস্থ থাকি। আমি ১৭ জুলাই তারিখ পর্যন্ত ভোটের আশায় থাকব।’

এমএ কাইয়ুম ভূঁইয়া আরও বলেন, ‘আপনারতো বিভিন্ন গণমাধ্যমে কীভাবে হামলা ও ভাঙচুর করছে। আমাদের সঙ্গে যারা ছিল, তাদের ওপর হামলা করেছে, রক্তাক্ত করেছে। সব বহিরাগত বস্তির পোলাপান আমাদের ওপর লাগাইছে। আমাদের লোক তো কোন প্রার্থীকে হামলা করে না। সুষ্ঠু নির্বাচনের জন্য এমএ কাইয়ুম ভূঁয়া সরকার ও নির্বাচন কমিশনের দৃষ্টি আকর্ষণ করেন।

সংবাদ সম্মেলনে স্বতন্ত্র প্রার্থী এমএ কাইয়ুম ভূঁইয়ার প্রধান নির্বাচনী সমন্বয়ক মো. সাইদুর রহমান ভূঁইয়া সবুর বলেন, ‘এই হামলার তীব্র নিন্দা জানাই। আমি ক্যারামবোর্ড মার্কার প্রার্থী এমএ কাইয়ুম ভূঁইয়ার প্রধান সমন্বয়ক। নির্বাচনের আর তিন দিন বাকি রয়েছে। আরো হামলা হবার আশঙ্কায় আছি।

মোজাহের ইসলাম নাঈম ব্যুরো চীফ নোয়াখালী নোয়াখালীর দ্বীপ উপজেলা হাতিয়ায় যাতায়াতের একমাত্র সড়ক ব্যবহারের অনুপযোগী হয়ে পড়েছে। গত দুই বছর ধরে এ …

সাদ্দাম হোসেন স্টাফ রিপোর্টার সংযুক্ত আরব আমিরাতে সোয়া তিন কোটি টাকার লটারি জিতেছেন রুবেল হোসেন চাঁনহাজী (৩৭) নামের এক বাংলাদেশি। তার বাড়ি …

ইউসুফ আলী নাটোর প্রতিনিধি: জাতীয় ও দলীয় পতাকা উত্তলন র‍্যালি ও আলোচনা সভার মধ্যে দিয়ে নাটোরে বাংলাদেশ জাতীয়তাবাদী কৃষক দলের ৪৪ তম …

ইউসুফ আলী নাটোর প্রতিনিধি: আগামীর দেশ নায়ক বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের রাষ্ট্রকাঠামো মেরামতের ৩১ দফার রুপরেখা বাস্তবায়নে সাধারন জনগনের মাঝে লিফলেট …