মোশারফ হোসেন :
ঢাকাস্থ টাংগাইল এসোসিয়েশন উত্তরা এর উদ্যোগে মির্জাপুরের বানাইল ইউনিয়নে শীতবস্ত্র বিতরণ করা হয়েছে।
অসহায় মানুষের পাশে দাঁড়ানো প্রতিটি মানুষের নৈতিক দায়িত্ব।এদিকে- দরিদ্র অসহায় মানুষেরা দেশ ও সমাজের অংশ। এই পতিপাদ্যকে সামনে রেখে এগিয়ে যাচ্ছে-ঢাকাস্থ টাংগাইল এসোসিয়েশন উত্তরা।
শীতবস্ত্র বিতরনের সময়-ঢাকাস্থ টাংগাইল এসোসিয়েশন উত্তরা এর সহ সভাপতি জনাব ফজলুর রহমান একথা বলেন-সমাজের বিত্তশালীসহ সকলের উচিত গরিব সুবিধা বঞ্চিত মানুষের পাশে দাড়াঁনো। শীত বস্ত্র বিতরণ শুধুমাত্র অসহায় মানুষের প্রতি করুণা নয়, তাদের পাশে দাঁড়ানো নৈতিক দায়িত্ব। হৃদয়ের মানবতাবোধকে জাগ্রত করে সমাজের সকল সুবিধা বঞ্চিত মানুষের জন্য কাজ করা উচিত।
প্রকৃতি ও জীবন স্বাস্থ্যসেবা কেন্দ্রের সহায়তায় শীতার্ত ও গরীব অসহায়দের মাঝে শীত বস্ত্র বিতরণ কালে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন-গল্লী গ্রামের কৃতিসন্তান, ঢাকাস্থ টাংগাইল এসোসিয়েশন উত্তরা এর সহ সভাপতি জনাবঃ_ফজলুর_রহমান_খান।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন-জনাবঃ_কামরুল_হাসান_শামীম ,সাংগঠনিক সম্পাদক, ঢাকাস্থ টাংগাইল এসোসিয়েশন উত্তরা।
জনাবঃ_হাজী_শামসুল_হক_সিকদার।
সভাপতি, গল্লী পল্লী উন্নয়ন যুবক সমিতি
জনাবঃ_হাতেম_আলী_মিয়া।
সাধারণ সম্পাদক, গল্লী পল্লী উন্নয়ন যুবক সমিতি।
জনাবঃ_সামছুল_আলম_খান।
উপদেষ্টা, গল্লী পল্লী উন্নয়ন যুবক সমিতি (সাহিত্য ও প্রকাশনা সম্পাদক মির্জাপুর উপজেলা কল্যাণ সমিত)
জনাবঃ_আব্দুল হাই _আল_হাদী।
প্রচার ও প্রকাশনা সম্পাদক, মির্জাপুর উপজেলা কল্যান সমিতি।
জনাবঃ_মেহেদী_মাসুদ_তালুকদার।
সহ সভাপতি, গল্লী পল্লী উন্নয়ন যুবক সমিতি।
আরও উপস্থিত ছিলেনঃ
সহ স্থানীয় সমাজ সেবক অন্যান্য ব্যক্তিবর্গ।
এ সময় প্রায় দুই হাজার পরিবারের মাঝে শীতবস্ত্র বিতরন করা হয়।