
কালিয়াকৈরে আঞ্চলিক সড়ক দুর্ঘটনায় নিহত -২
মোঃ শাকিল আহমেদ কালিয়াকৈর প্রতিনিধি
গাজীপুরের কালিয়াকৈরে ট্রাক ও সিএনজির মুখোমুখি সংঘর্ষে সিএনজির ভেতরে থাকা দুই যাত্রী ঘটনাস্থলে নিহত হয়েছে।
রোববার সকালে ধামরাই-মাওনা আঞ্চলিক সড়কের কালিয়াকৈর উপজেলার ফুলবাড়িয়া বেতারকেন্দ্র নামক এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
এতে গুরুতর আহত হয়েছে আরও দু’জন। নিহত দুই ব্যক্তি হলেন কালিয়াকৈর উপজেলার গাছবাড়ী এলাকার আব্দুল আলীমের ছেলে শাহীন(১৮)ও বহেরাতলী এলাকার মজিবুর রহমানের ছেলে সজীব (৩০)।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানায়, রোববার ভোরে কালিয়াকৈর থেকে একটি ট্রাক ফুলবাড়িয়ার দিকে আসছিলো। এসময় বিপরীত দিকে থেকে আসা একটি সিএনজিচালিত অটোরিকশার সঙ্গে ট্রাকটির মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই দুজন নিহত হন। তারা অটোরিকশার যাত্রী ছিলেন। গুরুতর আহত হন আরও দুই যাত্রী। পরে আহত দুজনকে উদ্ধার করে হাসপাতালে পাঠান স্থানীয়রা।
ফুলবাড়িয়া পুলিশ ফাঁড়ির ইনচার্জ উপ-পরিদর্শক (এসআই) সোহেল মোল্লা জানান, এ ঘটনায় ২ জন ঘটনাস্থলে মারা গেছেন। আরও দুজনকে আহত অবস্থায় উদ্ধার করে
হাসপাতালে পাঠানো হয়েছে। নিহত ব্যক্তিরা বর্তমানে ফুলবাড়িয়া ফাঁড়ি হেফাজতে রয়েছে। তবে ট্রাকটিকে জব্দ করা গেলেও ঘাতক চালক পালিয়ে গেছেন।