সোমবার, ডিসেম্বর ৪, ২০২৩

মির্জাপুর উপজেলা বিএনপি’র উদ্যোগে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের শাহাদৎ বার্ষিকী পালন।

মোশারফ হোসেন-
টাঙ্গাইল-৭ আসনের মির্জাপুর উপজেলা বিএনপি ও পৌর শাখা বি এন পি অঙ্গ ও সহযোগী সংগঠনের আয়োজনে ৩০ মে-২০২৩ (মঙ্গলবার) মহান স্বাধীনতার ঘোষক, বহুদলীয় গণতন্ত্রের প্রবক্তা, আধুনিক বাংলাদেশের স্থপতি, স্বনির্ভর বাংলাদেশের প্রবর্তক বীর মুক্তিযোদ্ধা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান বীর উত্তম এর ৪২তম শাহাদৎ বার্ষিকী উপলক্ষে আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।

উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন
মির্জাপুর বাসীর পরিক্ষীত জননেতা-সাবেক এমপি ও শিশু বিষয়ক সম্পাদক, জাতীয় নির্বাহী কমিটি( বিএনপি)আবুল কালাম আজাদ সিদ্দিকী।

মির্জাপুর উপজেলা বিএনপির ভারপ্রাপ্ত সভাপতি এ্যাডভোকেট আবদুর রউফ এর সভাপতিত্বে অনুষ্ঠানটির সঞ্চালনা করেন -মির্জাপুর উপজেলা বিএনপি সাধারণ সম্পাদক-খন্দকার সালাহ্ উদ্দিন আরিফ।
প্রধান অতিথির বক্তব্যে আজাদ সিদ্দিকী বলেন-
বিএনপি দলীয় নেতা-কর্মীদের তালিকা তৈরির করছে সরকার, আমরা এই উদ্যোগকে চ্যালেঞ্জ জানাতে আইনি ব্যবস্থা নিবো। তবে কীভাবে আমরা এগোবে সে বিষয়ে দল থেক সিদ্ধান্ত নেয়া হবে।আমাদের নেতাদের তালিকা করা হচ্ছে ‘শুধুমাত্র তাদের হয়রানি করার জন্য।আমরা এর তীব্র নিন্দা জানাচ্ছি।

এছাড়া অনুষ্ঠানে বক্তব্য রেখেছেন-মির্জাপুর উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক শফিকুল ইসলাম ফরিদ ,পৌর বিএনপি’র সাধারণ সম্পাদক এস এম মহসিন, সাংগঠনিক সম্পাদক রমজান আলী মিয়া, যুবদলের আহ্বায়ক গোলাম মোস্তফা জীবন, সদস্য সচিব ডি এ মতিন, জাসাস এর সাধারণ সম্পাদক মনিরুজ্জামান মনির,ছাত্রদলের সদস্য সচিব হাবিব সিকদার সহ বিভিন্ন ইউনিয়নের সভাপতি ও সম্পাদক মন্ডলীর অন্যান্য নেতৃবৃন্দ।

Welcome Back!

Login to your account below

Create New Account!

Fill the forms below to register

*By registering into our website, you agree to the Terms & Conditions and Privacy Policy.

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

x