‘প্রিয়তমা’ সিনেমায় অভিনয় করে বাংলাদেশে পরিচিতি বেড়েছে পশ্চিমবঙ্গের অভিনেত্রী ইধিকা পালের। ‘প্রিয়তমা’ ছিল তার অভিনীত প্রথম চলচ্চিত্র। সম্প্রতি এক ফটোশুট করে নেটিজেনদের কটাক্ষের শিকার হয়েছেন এই নায়িকা।
কিছুদিন আগে এক ফটোগ্রাফারের কাছে ছবি তুলেছেন ইধিকা। নায়িকার পরনে ছিল লাল লেহেঙ্গা। সঙ্গে খোলামেলা ব্লাউজ। গায়ে ছিল না ওড়না বা দোপাট্টা। মাথার চুল ছিল খোলা, চোখে গাঢ় কাজল। অভিনেত্রীর এমন খোলামেলা লুক মেনে নিতে পারছেন না তার ভক্ত-অনুরাগীরাদের কেউ কেউ।
মন্তব্যের ঘরে কেউ কেউ লিখেছেন, ‘আপনাকে তো এই পোশাকে আমরা দেখতে চাইনি। আপনাকে প্রিয়তমা হিসেবে দেখতে চাইছিলাম’। আরেকজন লিখেছেন, ‘এগুলো আশা করিনি তোমার থেকে’। আরেকজন লিখেছেন, ‘খ্যাতি এসে গিয়েছে। এবার এগুলোও আসতে থাকবে।
এসব মন্তব্য বা কটাক্ষ অভিনেত্রীর চোখে পড়েছে কি না তা জানা যায়নি। তবে সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে একটি ছবি পোস্ট করে ক্যাপশনে ইধিকা জানিয়েছেন, এখানেই থামো, না হয় ভদ্রভাবে এড়িয়ে চলো।