নানা নাটকীয়তার পর পর্দা উঠছে বাংলাদেশ প্রিমিয়ার লিগের (বিপিএল) ১১তম আসরের।
সোমবার (৩০ ডিসেম্বর) দুপুর দেড়টায় উদ্বোধনী ম্যাচে মাঠে নামবে বর্তমান চ্যাম্পিয়ন ফরচুন বরিশাল এবং দুর্বার রাজশাহী।
গত ৫ আগস্ট আওয়ামী লীগ সরকারের পতনের দেশের ক্রীড়াঙ্গনে ব্যাপক পরিবর্তন এসেছে। যার মধ্যে অন্যতম হলো বিসিবি। নাজমুল হাসান পাপনের জায়গায় বসেছেন ফারুক আহমেদ। দায়িত্ব পেয়েই বিপিএলকে নতুনভাবে সাজানোর কথা জানিয়েছিলেন তিনি।
যার অংশ হিসেবে প্রথমবার মাসকাট উন্মোচন ও থিম সং প্রকাশ করা হয়। এ ছাড়াও মিরপুর স্টেডিয়ামে বিনামূল্যে পানির জন্য মুগ্ধ কর্নারসহ বেশ কিছু নতুনত্ব দেখা গিয়েছে।
এবার দেখার পালা মাঠের লড়াই কতটা জমে ওঠে। এর আগে বিপিএলের গত আসরগুলোতে উইকেটের মান নিয়ে প্রশ্ন উঠেছে বারবার। তবে এবার ভালো উইকেটের আশা করছে ক্রিকেটাররা।
বিপিএলের ১১তম আসরে তিনটি নতুনসহ ৭টি দল অংশগ্রহণ করবে। প্রায় দেড় মাসব্যাপী এই টুর্নামেন্ট শেষ হবে পরের বছরের ৭ ফেব্রুয়ারি।
এবারের বিপিএলের সাতটি দল হলো ঢাকা ক্যাপিটালস, চিটাগং কিংস, দুর্বার রাজশাহী, ফরচুন বরিশাল, খুলনা টাইগার্স, রংপুর রাইডার্স ও সিলেট স্ট্রাইকার্স।
পুরনো দলের মধ্যে নেই কুমিল্লা ভিক্টোরিয়ান্স ও চট্টগ্রাম চ্যালেঞ্জার্স। এ ছাড়া বদল হয়েছে ঢাকার মালিকানা। পুনরায় ফিরে এসেছে দুর্বার রাজশাহী।
মোট খেলা হবে ৪৬টি। ডাবাল রাউন্ড রবিন পদ্ধতিতে হবে গ্রুপ পর্বের খেলাগুলো। তাতে প্রথম পর্বে প্রত্যেক দল দুবার মুখোমুখি হবে প্রতিটি দলের বিপক্ষে। গ্রুপ পর্বের খেলা শেষে পয়েন্ট টেবিলের সেরা ৪ দল খেলবে প্লে-অফ। এই পর্বে হবে ৩টি ম্যাচ; কোয়ালিফায়ার-১, ইলিমিনেটর ও কোয়ালিফায়ার-২। টেবিলের সেরা দুটি দল খেলবে কোয়ালিফায়ার-১। এই ম্যাচে যে দল জিতবে তারা সরাসরি চলে যাবে ফাইনালে।
আর টেবিলের তৃতীয় ও চতুর্থ দল খেলবে ইলিমিনেটর। এই ম্যাচে যে দল হারবে তাদেরকে বিদায় নিতে হবে টুর্নামেন্ট থেকে। জয়ী দল ফাইনালে ওঠার কোয়ালিফায়ার-২ এ লড়াইয়ে মুখোমুখি হবে কোয়ালিয়ার- ১ এ হেরে যাওয়া দলের বিপক্ষে। দল দুটির মধ্যকার যে জিতবে দ্বিতীয় দল হিসেবে তারাই যাবে ফাইনালে। মিরপুরের শেরে বাংলা স্টেডিয়ামে ৭ ফেব্রুয়ারি ফাইনাল ম্যাচ অনুষ্ঠিত হবে।