পাকিস্তান ক্রিকেট বোর্ডের পক্ষ থেকে প্রস্তাব আগেই দেওয়া ছিল। বাংলাদেশে চলমান অস্থিরতার মাঝে মিরপুরের শের-ই বাংলা স্টেডিয়ামে ক্রিকেটারদের অনুশীলনের সুষ্ঠু পরিবেশ ছিল না। যে কারণে এমন অবস্থায় বাংলাদেশ দলকে আগেই পাকিস্তানে গিয়ে অনুশীলনের প্রস্তাব দেয় পিসিবি। বাংলাদেশ ক্রিকেট বোর্ডও তাতে সাড়া দিয়েছে। নির্ধারিত সময়ের ৫ দিন আগে গতকাল সোমবার পাকিস্তানের উদ্দেশে দেশ ছাড়ে টাইগাররা।
হযরত শাহাজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে দুপুর ৩.৪৫ মিনিটের ফ্লাইটে করে পাকিস্তান যায় বাংলাদেশ দলের ক্রিকেটার। সবমিলিয়ে কোচ-কোচিং স্টাফের সদস্য মিলে ১৮ জনের বহর যায় ইসলামাবাদে। এরপর আজ মঙ্গলবার সকালে লাহোরে নিরাপদেই পৌছে যায় নাজমুল হোসেন শান্তরা।
এরপর হোটেলে প্রবেশের সময় টাইগারদের ফুল দিয়ে বরণ করা হয়। যদিও আগে থেকেই কয়েকজন ক্রিকেটার পাকিস্তানে অবস্থান করছে। ‘এ’ দলের হয়ে আজ থেকেই মাঠে নামছেন তারা।
দেশের পরিস্থিতি তুলনামূলক বদলাতে শুরু করলেও স্টেডিয়ামে এখনও অনুশীলনের পুরো পরিবেশ ফেরেনি। দেখা যাচ্ছে রাজনৈতিক স্লোগান। ক্রিকেট বোর্ডের সভাপতি নাজমুল হাসান পাপনের বর্তমান অবস্থান এখন পর্যন্ত অজানা। এ ছাড়া আরও কয়েকজন পরিচালকও আত্মগোপনে আছেন। যে কারণে পাকিস্তান সিরিজ নিয়ে ক্রিকেটাররা এখনও স্বস্তিতে অনুশীলন করতে পারছেন না। সবমিলিয়ে আগেভাগেই পাকিস্তানে গিয়ে পরিপূর্ণ অনুশীলনের চিন্তা বিসিবির।