সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার বিরুদ্ধে মামলার প্রতিবাদে বিক্ষোভ মিছিল করেছে গোপালগঞ্জ জেলা আওয়ামী লীগ। মঙ্গলবার (১৩ আগস্ট) বিকেল ৫টার দিকে জেলা আওয়ামী লীগ অফিস চত্বর থেকে জেলা আওয়ামী লীগের সভাপতি মাহাবুব আলী খান ও সাধারণ সম্পাদক জিএম শাহাবুদ্দিন আজমের নেতৃত্বে বিক্ষোভ মিছিল বের হয়ে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে শহরের চৌরঙ্গী এসে শেষ হয়।
এতে জেলা আওয়ামী লীগের পাশাপাশি যুবলীগ, ছাত্রলীগের প্রায় হাজারখানেক নেতাকর্মী অংশ নেন। পরে শেখ হাসিনার বিরুদ্ধে মামলা দেওয়ার প্রতিবাদ জানিয়ে বক্তব্য দেন উপস্থিত নেতাকর্মীরা।
বক্তব্যে জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক জিএম শাহাবুদ্দিন আজম বলেন, ‘আমরা গত ৫ আগস্ট থেকে গোপালগঞ্জে দুর্বার আন্দোলন গড়ে তুলেছি। আমরা যে শপথ নিয়ে মাঠে নেমেছি সারা বাংলার মানুষ সেই শপথে ঐক্যবদ্ধ হয়ে ১৫ আগস্টের শোককে শক্তিতে রূপান্তর করে ঢাকার ৩২ নম্বরে হাজির হওয়ার কর্মসূচি হাতে নিয়েছে। ঠিক এমন সময় মুজীবপ্রেমী বাংলার মানুষের ওপর চোখ রাঙিয়ে এই সরকার একটি হুলিয়া জারি করে শেখ হাসিনার বিরুদ্ধে মামলা করেছে। যারা ছাত্র আন্দোলনে ছাত্রদের গুম-খুন করেছে তাদের বিরুদ্ধে প্রতারণার মামলা করতে হবে। ৫ আগস্টের পর থেকে আওয়ামী লীগের যে সসকল নেতাকর্মীকে শহীদ কর হয়েছে সেজন্য মুহাম্মদ ইউনূসকে মামলার আসামি করতে হবে।’
তিনি আরও বলেন, ‘এই সরকার অবৈধ সরকার। এই সরকার ক্ষমতা দখলকারী সরকার। আমরা ১৫ আগস্টের পর সারা বাংলার মানুষকে নিয়ে ঢাকা দখল করব। আন্দোলন কাকে বলে, কত প্রকার দেখিয়ে দেব।’