সোমবার, জানুয়ারি ২০, ২০২৫

গণভবনের মূল ফটকে তালা, দেওয়াল ভেঙে ঢুকছে উৎসুক জনতা

Logo
ডেস্ক রিপোর্ট মঙ্গলবার, ০৬ ২০২৪, ১:৩৫ অপরাহ্ণ

প্রধানমন্ত্রীর পদ থেকে শেখ হাসিনার পদত্যাগের পর গতকাল সোমবারের মতো আজ মঙ্গলবারও গণভবনে প্রবেশ করছেন উৎসুক জনতা। তবে আজ গণভবনের মূল ফটক বন্ধ করা হয়েছে। এ অবস্থায় উৎসুক জনতাকে দেয়াল ভেঙে ভেতরে প্রবেশ করতে দেখা গেছে।

 

সরকারের পদত্যাগের এক দফা দাবিতে সোমবার ‘মার্চ টু ঢাকা’ কর্মসূচির ডাক দেয় বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন। কর্মসূচি ঘিরে সকাল থেকেই দলে দলে ছাত্র-জনতা ঢাকায় ঢুকতে থাকে। বেলা গড়ানোর সঙ্গে সঙ্গে ঢাকার বিভিন্ন সড়ক দখলে নেয় আন্দোলনকারীরা।

 

গণভবনের মূল ফটকে তালা, দেওয়াল ভেঙে ঢুকছে উৎসুক জনতা

 

দুপুরের দিকে প্রধানমন্ত্রীর পদ থেকে শেখ হাসিনার পদত্যাগ করে দেশ ছাড়ার খবর ছড়িয়ে পড়ে চারদিকে। দুপুর আড়াইটার পর থেকে হাজার হাজার মানুষ গণভবনে ঢুকতে শুরু করেন। ওইদিন দুপুরে গণবিক্ষোভের মুখে পদত্যাগ করে ছোট বোনকে নিয়ে ঢাকা ছাড়েন শেখ হাসিনা।

ADVERTISEMENT

এদিকে, গতকাললের মতো আজ মঙ্গলবারও উৎসুক জনতাকে গণভবনে প্রবেশ করতে দেখা গেছে। মূল ফটক বন্ধ থাকায় গণভবনের দেয়াল ভেঙে উৎসুক জনতা ভেতরে প্রবেশ করছেন।

 

সাভার থেকে এসেছেন কলেজ শিক্ষার্থী আজমাইন হোসেন। তিনি জাগো নিউজকে বলেন, ইতিহাসের সাক্ষী হতে এসেছি। গতকাল আসতে পারিনি, তাই আজ এলাম।

 

সরেজমিনে ঘুরে দেখা গেছে, দেয়াল ভেঙে ও টপকিয়ে এখনো হাজারো মানুষ গণভবনে অবস্থান করছেন। অনেকে আবার দেয়ালের বাইরে দাঁড়িয়ে একনজর উঁকি দিয়ে দেখছেন গণভবরের ভেতরের দৃশ্য। উৎসুক জনতাকে সামাল দিতে হিমশিম খেতে দেখা গেছে আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যদের।

রোকন বিশ্বাসঃ   বৈষম্য বিরোধী ছাত্র সংগঠনের সকল নেতাকর্মীরা পাবনা গণপূর্ত অধিদফতর ও আঞ্চলিক পাসপোর্ট অফিস পরিদর্শন করেন। এদিকে গণপূর্ত অফিসের নির্বাহী …

এইচ এম আমজাদ হোসেন মোল্লা ১১ নং ওয়ার্ড বিএনপি নেতা তৈমুর আলম রোকনের মাতা মরহুম রোশন আর স্মরণে হাজিগঞ্জ নিজ বাড়িতে মিলাত …

মহান স্বাধীনতার ঘোষক, বহুদলীয় গণতন্ত্রে প্রবর্তক, বাংলাদেশি জাতীয়তাবাদী দর্শনের প্রবক্তা ক্ষণজন্মা রাষ্ট্রনায়ক শহীদ জিয়াউর রহমান বীর উত্তম এর ৮৯ তম জন্মবার্ষিকী উপলক্ষে …

হামিদুল ইসলাম, লাকসাম (কুমিল্লা) প্রতিনিধি: বিএনপির প্রতিষ্ঠাতা সাবেক রাষ্ট্রপতি বহুদলীয় গণতন্ত্রের প্রবক্তা স্বাধীনতার ঘোষক শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের ৮৯ তম জন্মবার্ষিকী উপলক্ষে …