বুধবার, ডিসেম্বর ৪, ২০২৪

সৌদি আরবে ১৫ হাজার বিদেশি গ্রেপ্তার

Logo
MD Abdullah সোমবার, ০৯ ২০২৩, ১০:৩৯ পূর্বাহ্ণ

আবাসন, কর্ম এবং সীমান্ত নীতিমালা লঙ্ঘনের অভিযোগে গত এক সপ্তাহে ১৫ হাজার বিদেশিকে গ্রেপ্তার করেছে সৌদি প্রশাসন। ২৮ সেপ্টেম্বর থেকে ৪ অক্টোবর পর্যন্ত সময়ে পরিচালিত অভিযানে তাদের গ্রেপ্তার করা হয় বলে দেশটির স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের পক্ষ থেকে জানানো হয়েছে।

রোববার গালফ নিউজের এক প্রতিবেদনে বলা হয়, গ্রেপ্তার হওয়া অভিযুক্তদের মধ্যে ৫২৭ জন অবৈধ উপায়ে সীমান্ত পাড়ি দিয়ে সৌদি আরবে অনুপ্রবেশ করেছিলেন। এছাড়া ৫৫ শতাংশই ইয়েমেনি এবং ৪৩ শতাংশ ইথিওপিয়ার নাগরিক। বাকি ২ শতাংশ অন্যান্য দেশের নাগরিক। অবৈধ উপায়ে সীমান্ত দিয়ে সৌদি আরব ত্যাগ করতে গিয়েও গ্রেপ্তার হয়েছেন ৬৬ জন। নীতিমালা ভঙ্গ করে গ্রেপ্তার হওয়া ব্যক্তিদের পরিবহন, আশ্রয় প্রদান এবং চাকরি দেওয়ার অভিযোগে আরও ১৪ জনকে গ্রেপ্তার করেছে কর্তৃপক্ষ।

সৌদি স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের তথ্য অনুযায়ী, এ ধরনের নীতিমালা লঙ্ঘন করে গ্রেপ্তার হওয়া ব্যক্তিদের মোট সংখ্যা বর্তমানে ৪৪ হাজার ৪৬২ জন। তাদের মধ্যে ৩৬ হাজার ৭১৩ জন পুরুষ এবং ৭ হাজার ৭৪৯ জন নারী।

আরও জানানো হয়, গ্রেপ্তার ব্যক্তিদের মধ্যে ৩৯ হাজার ২১৮ জনকে তাদের নিজ নিজ দেশের কূটনৈতিক মিশন থেকে ভ্রমণের নথি পাওয়ার জন্য রেফার করা হয়েছিল। ১ হাজার ৭৪৮ জন এই নথি পাওয়ার প্রক্রিয়ায় ছিলেন এবং ৮ হাজার ৫৮ জনকে দেশ ছাড়ার নির্দেশ দেওয়া হয়েছিল।

প্রতিবেদনে বলা হয়েছে, নীতিমালা লঙ্ঘনকারীদের যারা সহায়তা প্রদান করেছে তাদের সর্বোচ্চ ১৫ বছর পর্যন্ত জেল হতে পারে। জরিমানা হতে পারে ১০ লাখ রিয়ালের বেশি। এছাড়া সহযোগিতার কাজে ব্যবহৃত পরিবহন ও আবাসনও বাজেয়াপ্ত করা হতে পারে।

ADVERTISEMENT
অন্যান্য সংবাদ

হামিদুল ইসলাম, লাকসাম (কুমিল্লা) প্রতিনিধি: মঙ্গলবার (৩ ডিসেম্বর) লাকসাম পৌর কনফারেন্স হলে ‘পিপলস অ্যাডাপটেশন প্ল্যানস ফর ইনক্লুসিভ ক্লাইমেট স্মার্ট সিটিস’ প্রকল্পের আওতায় …

মোঃ নুর ইসলাম সবুজ, লালমনিরহাট প্রতিনিধি: লালমনিরহাট সদর উপজেলার খুনিয়াগাছ ইউনিয়নের খোলাহাটি দারুস সালাম মহিলা মাদ্রাসা এতিমখানার হাফেজা ছাত্রীদের সনদ প্রদান ও …

ইউসুফ আলী নাটোর প্রতিনিধি বিএনপির কেন্দ্রীয় নেতা ও সাবেক মন্ত্রী অ্যাডভোকেট এম রুহুল কুদ্দুস তালুকদার দুলু বলেছেন, বাংলাদেশের স্বাধীনতা সার্বভৌমত্ব রক্ষায় সকলকে …

ইউসুফ আলী নাটোর প্রতিনিধি ফুটবল খেলার সময় হঠাৎ করে অসুস্থ হয়ে পড়েন নাটোর সদরের চাঁদপুর গোরস্থান বাজারের গোলাম রাব্বি (২৩) নামের যুবক। …