ঝিনাইগাতী বাজারের ড্রেন পরিস্কারের কাজ শুরু : রাস্তা বাহির করার উদ্যোগ
সাইফুল ইসলাম সোহাগ:
শেরপুর জেলার ঝিনাইগাতী উপজেলার সদর বাজারের ড্রেন পরিস্কারের কাজ আজ মঙ্গলবার সকালে শুরু হয়েছে । বাজারের জিরো পয়েন্ট,ধানহাটি,চালহাটি থেকে ভূমি অফিস পর্যন্ত ড্রেনেজ ব্যবস্থা লাজুক থাকায় জনসাধারণের চলাফেরার ব্যাপক বিঘœ ঘটে থাকে । ড্রেনের দূর্গন্ধে পথচারীদের রোগ বালাই লেগেই থাকে । এ থেকে পরিত্রাণ পাওয়ার জন্যে উপজেলা নির্বাহী কর্মকর্তা ফারুক আল মাসুদ নিজ উদ্যোগ নিয়ে পরিস্কারের কাজ করার জন্যে স্থানীয় ইউপি চেয়ারম্যান শাহাদাৎ হোসেনকে নির্দেশ প্রদান করেন । কাজ শুরুর সময় উপস্থিত ছিলেন উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা আব্দুল মান্নান, বণিক সমিতির সভাপতি মোখলেছুর রহমান খান, ইউপি সদস্য জাহিদুল হক মনির, শিক্ষক রুস্তুম আলী প্রমুখ । অপর দিকে টিএন্ডটি অফিসের চারদিকে বসবাসরত ৫০/৬০ জন পরিবারের যাতায়াতের জন্যে রাস্তা বাহির করার উদ্যোগ গ্রহণ করা হয়েছে । ইউএনও ফারুক আল মাসুদ কাজ ও রাস্তা বাহির করার স্থান পরিদর্শন করে রাস্তা বাহির করার জন্যে সংশ্লিষ্ঠকে ইউপি চেয়ারম্যানকে কঠোর নির্দেশ প্রদান করেছেন ।