চৌদ্দগ্রাম কুমিল্লা প্রতিনিধি
কুমিল্লার চৌদ্দগ্রামে ট্রেনে কাটা পড়ে তুহিন (১৬) নামের এক কিশোরের মৃত্যু হয়েছে। নিহত তুহিন উপজেলা আলকরা ইউনিয়নের দক্ষিণ আলকরা গ্রামের সিএনজি চালক ইলিয়াছের ছেলে। তথ্যটি নিশ্চিত করেন স্থানীয় ইউপি সদস্য ২ নং ওয়ার্ড শফিক মিয়া।
ঘটনাটি ঘটেছে রবিবার সন্ধ্যায় (০৫ জানুয়ী) উপজেলা আলকরা ইউনিয়নের দক্ষিণ আলকরা রেল লাইনের উপর।
নিহতের চাচা ছোটন মিয়া জানান বন্ধুদের সাথে নিয়ে রবিবার সন্ধ্যায় তুহিন (দঃ) আলকরা গ্রামের রেল লাইনের উপর বসে মোবাইলে গেমস খেলছিলেন। হঠাৎ চট্টগ্রাম থেকে লাকসাম মুখী একটি ট্রেন তাকে ধাক্কা দিয়ে চলে যায়। ঘটনাস্থলে তার মৃত্যু হয়।
ADVERTISEMENT
10