মোঃ তারিকুল ইসলাম তুহিন,
জেলা প্রতিনিধি মাগুরাঃ
কৃষিই সমৃদ্ধি দেশ, এই প্রতিপাদ্য বিষয়কে সামনে নিয়ে মাগুরা সদর উপজেলায় ২০২৪-২৫ অর্থবছরে রবি ও ২০২৪-২৫ মৌসুমে প্রণোদনা কর্মসুচি বাস্তবায়নে বিভিন্ন ফসলের বীজ ও সার বিতরণের শুভ উদ্বোধন অনুষ্ঠিত হয়।
সোমবার ৪ নভেম্বর মাগুরা সদর উপজেলা পরিষদ চত্ত্বরে কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের বাস্তবায়নে কয়েক ধাপে ১৩ হাজার জন কৃষকের মাঝে ১ কেজি করে ১৩ হাজার কেজি সরিষা সহ বিভিন্ন ফসলের বীজ এবং ২ লাখ ৬০ হাজার কেজি ডিএপি ও এমওপি সার বিতরণ করা হচ্ছে। মাগুরা সদর উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের কৃষিবিদ মোঃ হুমায়ুন কবির এর সভাপতিত্বে উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, মাগুরা সদর উপজেলা নির্বাহী অফিসার ইসরাত জাহান, কৃষি সম্প্রসারণ অফিসার মোছাঃ রুমানা রহমান, মাগুরা প্রেসক্লাবের সভাপতি অধ্যাপক সাংবাদিক সাইদুর রহমান সহ গণমাধ্যম কর্মীরা।
উদ্বোধনী দিনে কৃষকদের মাঝে জনপ্রতি ১ কেজি সরিষা বীজ, ১০ কেজি ডিএপি ও ১০ কেজি এমওপি সার বিতরণ করা হয়। মৌসুমে কয়েক ধাপে সদর উপজেলার পৌরসভা ও ১৩ ইউনিয়নসহ মোট ১৩ হাজার কৃষককে এই বীজ ও সার প্রদান করা হবে বলে জানান সদর উপজেলা কৃষি অফিস কার্যালয়ের উপজেলা কৃষি অফিসার কৃষিবিদ মোঃ হুমায়ুন কবির।