ভ্রাম্যমাণ প্রতিনিধি-জেলার সিভিক সেন্টারে “মাসিক কল্যাণ সভা” ও পুলিশ সুপার কার্যালয়ে অপরাধ সভা জানুয়ারি ২৪ অনুষ্ঠিত হয়েছে।ক্রাইম কনফারেন্স অভিন্ন মানদণ্ডের আলোকে জানুয়ারি মাসের সার্বিক পারফরম্যান্স পর্যালোচনা করা হয়েছে। অপরাধ সভায় উপস্থিত ছিলেন পুলিশ সুপার চট্টগ্রাম, অতিরিক্ত পুলিশ সুপার এডমিন, অতিরিক্ত পুলিশ সুপার ডিএসবি, অতিরিক্ত পুলিশ সুপার ডিবি, অতিরিক্ত পুলিশ সুপার ট্রাফিক, চট্টগ্রাম জেলার সকল সার্কেল ও চট্টগ্রাম জেলার প্রতিটি থানার অফিসার ইনচার্জবৃন্দ।
সার্বিক পারফরম্যান্সের ভিত্তিতে বোয়ালখালী থানাকে চট্টগ্রাম জেলার শ্রেষ্ঠ থানা ও শ্রেষ্ঠ অফিসার ইনচার্জ হিসেবে আছহাব উদ্দিন মনোনীত হয়েছেন।ওসি আছহাব উদ্দিন বলেন উর্ধ্বতন কর্তৃপক্ষের প্রতি অনেক অনেক কৃতজ্ঞতা। এবারের ক্রাইম কনফারেন্স নিঃসন্দেহে আমার জন্য ছিল ব্যতিক্রম এবং অনেক আনন্দের। অস্ত্র ও গুলি উদ্ধার সংক্রান্তে পুলিশ হেডকোয়ার্টার্স থেকে মাননীয় ইন্সপেক্টর জেনারেল, বাংলাদেশ পুলিশ,(আইজিপি) মহোদয় কর্তৃক সম্মাননা পুরস্কার প্রাপ্তি হওয়ায় আন্তরিক ধন্যবাদ বোয়ালখালী থানার টীমকে। তিনি বলেন আমি পুলিশ পরিদর্শক নিরস্ত্র হিসেবে ২০০৫ সালে বাংলাদেশ পুলিশ বাহিনীতে এস আই হিসেবে যোগদান করি। ২০১৭ সালে পুলিশ পরিদর্শক পদে পদন্নোতি লাভ করি।আমি অফিসার ইনচার্জ হিসেবে বোয়ালখালী থানায় ২৩ সালের জুলাই মাসে যোগদান করি। এর আগে
অফিসার ইনচার্জ হিসেবে ভুজপুর থানায় কর্মরক ছিলাম।আমি সকলের সহযোগিতা কামনা করি।