শফিকুল ইসলাম শরীফ রিপোর্টার
নবীনগরে ডুবাতে ভেসে উঠলো অজ্ঞাত নারীর লাশ,
ব্রাহ্মণবাড়িয়ার নবীনগরে অজ্ঞাত এক নারীর লাশ উদ্ধার করেছে পুলিশ। বৃহস্পতিবার (১৪ ডিসেম্বর) সকালে পৌরসভার ৫ নং ওয়ার্ড আলিয়াবাদ গ্রামের উত্তর-পশ্চিম পাড়ার মসজিদ সংলগ্ন মনিরের মাছ চাষের ডুবাতে অজ্ঞাত এক মধ্যবয়সী নারীর লাশ পড়ে থাকতে দেখে স্থানীয় লোকজন পুলিশকে খরব দেন। পরে পুলিশ লাশ উদ্ধার করে ময়নাতদন্তের প্রস্তুতি নেয়।
মৃত নারীর পরনে থ্রি পিস গলায় সবুজ রংঙের ওড়না পরিহিত ছিল। তার মাথার চুল ছোট করে কাটা ছিল।
লাশ দেখতে এসে স্থানীয় এক মহিলা বলেন যতটুকু বুঝতে পেরেছি এই এলাকার হবে না অন্য কোন দূরের এলাকার হবে তবে পুলিশ উদ্ধার করেছে।
নবীনগর থানার ওসি (তদন্ত) সজল কান্তি দাস বলেন, খবর পেয়ে লাশ উদ্ধার করা হয়েছে। পরিচয় জানতে স্থানীয়দের জিজ্ঞাসা করেছি কেউ চিনতে পারেনি। তবে ধারণা করা হচ্ছে মানসিক প্রতিবন্ধী হতে পারে।ময়নাতদন্তের জন্য জেলা সদরে পাঠানো হবে।