খাদেমুল ইসলাম– চট্টগ্রামের সন্দ্বীপে ঘূর্ণিঝড়ে গাছের ডাল ভেঙ্গে এক বৃদ্ধের নিহত হওয়ার খবর পাওয়া গেছে।
শুক্রবার ১৭ নভেম্বর বিকালে ঘূর্ণিঝড় “মিধিলি“র প্রভাবে তীব্র বাতাস শুরু হয়। আছরের নামাজ শেষে বাড়ী ফিরতে গিয়ে গাছের ডাল ভেঙ্গে মাথায় পড়ে এক বৃদ্ধের মৃত্যু হয়। নিহতের নাম আবদুল ওহাব (৭০) তিনি মগধরা ইউনিয়নের ৫নম্বর ওয়ার্ডের হানিফ মাঝির বাড়ির মৃত কালামিয়ার ছোট ছেলে।
মগধরা ইউনিয়নের বাসিন্দা সাফায়েত হোসেন জানান, বিকালে বাড়ির নিকটস্থ মসজিদে নামাজ পড়তে যাওয়ার সময় অত্যাধিক বাতাসে গাছের ঢাল ভেঙে আঘাত প্রাপ্ত হয়ে আবদুল ওহাব মৃত্যুবরণ করেন।
সন্দ্বীপে বিভিন্ন ইউনিয়নে গাছ, ঘর ও বিদ্যুতের খুটি ভেঙ্গে যাওয়ার খবর পাওয়া যায় ।