
চট্টগ্রাম ব্যুরো– “উন্নয়নের জন্য উদ্ভাবন ও উদ্যোক্তা নীতি” প্রতিপাদ্যে বৃহস্পতিবার (৮নভেম্বর) সকাল ১১টায় ইঞ্জিনিয়ার অব ডিপ্লোমা ইনস্টিটিউশন বাংলাদেশ (আইডিইবি) চট্টগ্রাম জেলা শাখায় ৫৩তম প্রতিষ্ঠাবার্ষিকী ও গণপ্রকৌশল দিবস এর আলোচনা সভা এবং বর্ণাঢ্য র্যালি অনুষ্ঠিত হয়।
ইনস্টিটিউশন অব ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স, বাংলাদেশ চট্টগ্রাম জেলা শাখার সভাপতি ও চট্টগ্রাম পলিটেকনিক ইনস্টিটিউটের সাবেক অধ্যক্ষ মো. নুরুল কবিরের সভাপতিত্বে ও ইনস্টিটিউশন অব ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স বাংলাদেশ চট্টগ্রাম জেলা শাখার সাধারণ সম্পাদ ইউছুপের সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চট্টগ্রাম মহানগর আওয়ামীলীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা আলহাজ্ব মাহতাব উদ্দিন চৌধুরী,বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশিষ্ট সাংস্কৃতিক ব্যক্তিত্ব ও আইডিইবি’র উপদেষ্টা বীর মুক্তিযোদ্ধা দেওয়ান মাকসুদ আহমেদ।
আলোচনা সভায় সূচনা বক্তব্য উপস্থাপন করেন আইডিইবির সিনিয়র সহ সভাপতি প্রকৌশলী জসিম উদ্দিন, যুগ্ম সাধারণ সম্পাদক প্রকৌশলী মো. রফিকুর রহমান, চাকুরী বিষয়ক সম্পাদক প্রকৌশলী মো. আলমগীর হোসেন, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের তত্ত্বাবধায়ক প্রকৌশলী মাহফুজুর রহমান, চট্টগ্রাম বন্দর ডিইএ‘র সাধারন সম্পাদক প্রকৌশলী মো. রফিকুল ইসলাম নান্টু, অর্থ সম্পাদক আবিদুর রহমান খান, গ্রন্থাগার ও দপ্তর সম্পাদক প্রকৌশলী এনামুল হক সাগর, জন সংযোগ ও প্রচার সম্পাদক প্রকৌশলী মোহাম্মদ তোহা, সহ জনসংযোগ ও প্রচার সম্পাদক প্রকৌশলী অনুপম বাশার, ছাত্র বিষয়ক সম্পাদক প্রকৌশলী ফরহাদুল আলম সানি।
আরও বক্তব্য রাখেন প্রাইভেট সেক্টর ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স বাংলাদেশের প্রতিষ্ঠাতা ও সিনিয়র সহ–সভাপতি ও প্রকৌশলী সুপন বড়ুয়া চৌধুরী, কর্ম প্রত্যাশী ডিপ্লোমা ইঞ্জিনীয়ার্স এসোসিয়েশন চট্টগ্রাম জেলা শাখার সহ সভাপতি মো. রবিউল ইসলাম নয়ন, সাধারণ সম্পাদক প্রকৌশলী আবু সালেহ বাপ্পি, আইডিইবি‘র কাউন্সিলর ও ইস্টার্ন রিফাইনারী ডিইএ এর সাধারণ সম্পাদক প্রকৌশলী আব্দুল্লাহ আল বিপ্লব, বাংলাদেশ কারিগরি ছাত্র পরিষদ (বাকাছাপ) চট্টগ্রাম জেলা শাখার সাধারণ সম্পাদক ও ছাত্রনেতা কাম্বার হোসেন রকি, চট্টগ্রাম মহিলা পলিটেকনিক ইনস্টিটিউট বাকাছাপ সভাপতি শারমিন আক্তার প্রমূখ।
বক্তাগন বলেন দেশ ও জাতির উন্নয়নে কারিগরি শিক্ষার কোন বিকল্প নেই, প্রধানমন্ত্রী শেখ হাসিনা এবং জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের স্বপ্ন বাস্তবায়নে ডিপ্লোমা ইঞ্জিনিয়ারদের ভূমিকা অপরিসীম, আগামীর স্বপ্নের ডিজিটাল বাংলাদেশ বাস্তবায়নে ডিপ্লোমা ইঞ্জিনিয়ারদেরকে অগ্রণী ভূমিকা পালন করতে হবে। বক্তাগণ আরো বলেন, ডিপ্লোমা ইঞ্জিনিয়ারদের মান উন্নয়নে বর্তমান সরকার যে প্রকল্প সমূহ হাতে নিয়েছে তা অতি শীঘ্রই বাস্তবায়ন করে কারিগরি শিক্ষার মান উন্নয়ন ঘটাতে হবে।ডিপ্লোমা ইঞ্জিনিয়ারদের কর্মক্ষেত্র সৃষ্টির জন্য শিল্প কলকারখানা রাষ্ট্রায়ত্ত সেবা খাতে নিয়োগ ক্ষেত্রে সরকারি বিধি অনুযায়ী নিয়োগপ্রদান করতে হবে, ডিপ্লোমা ইঞ্জিনিয়ার ও ডিগ্রি ইঞ্জিনিয়ারদের মাঝে নিয়োগের বৈষম্য দূর করতে হবে।