চট্টগ্রামের চন্দনাইশে চোর সন্দেহে গণপিটুনিতে আবু বক্কর (৩২) নামে এক যুবক নিহত হয়েছেন।
শনিবার (১৪ অক্টোবর) চন্দনাইশ থানার বৈলতলী এলাকায় এ ঘটনা ঘটে। নিহত আবু বক্কর সাতকানিয়া থানার কাঞ্চনা ইউনিয়নের মৃত কবির আহম্মদের ছেলে।
স্থানীয় ও পুলিশ সূত্রে জানা গেছে, শনিবার ভোরে বৈলতলী এলাকায় ব্যাটারিচালিত রিক্সা চুরি করে নিয়ে যাওয়ার সময় এক যুবককে আটক করে স্থানীয় লোকজন গণপিটুনি দেয়। এতে ওই যুবক গুরুতর আহত হন। পরে বেলা ১১টার দিকে পুলিশ তাকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায়। দুপুর দেড়টার দিকে তার মৃত্যু হয়। খবর পেয়ে নিহতের স্ত্রী ও কয়েকজন স্বজন থানায় আসে বলে জানায় পুলিশ।
চন্দনাইশ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ওবায়দুল ইসলাম জাগো নিউজকে বলেন, নিহত আবু বক্কর প্রাথমিকভাবে চোর হিসেবে শনাক্ত হয়েছে। মরদেহ ময়নাতদন্তের জন্য চট্টগ্রাম মেডিকেল হাসপাতালে পাঠানো হয়েছে। এ বিষয়ে তদন্ত চলমান রয়েছে বলেও জানান তিনি।