বৃষ্টিতে,
ফাহিমা আক্তার
তোমার আর আমার প্রথম দেখা হয়েছিল
সেই হারিয়ে যাওয়া বৃষ্টিতে
আমি ছিলাম বেলকনিতে বসে,
এক কাপ লাল চা হাতে নিয়ে।
আর তুমি ছিলে ঠিক আমার বেলকনি ঘেষে দাঁরিয়ে।
আমি বেলকনিতে বসে বৃষ্টি দেখেছিলাম।
আর তুমি অফিস থেকে বাড়ি ফেরার পথে
বৃষ্টিতে আটকে গিয়েছিলে ঠিক আমার বেলকনির সামনে।
হুম এই সেই আমাদের প্রথম দেখা,
এক-কথায়-দুই কথায় শুরু হয়েছিল আমাদের গল্প।
তুমি বৃষ্টিতে দাঁড়িয়ে আর আমি বেলকনিতে বসে,
রিঝিম-ঝিম বৃষ্টিতে এককাপ লাল চায়ের সাথে
গল্পটা বেশ ভালোই জমে উঠেছিল
বৃষ্টি টা চলে যায়ার সাথে সাথে তুমি ও চলে গেলে
তারপর থেকেই প্রতিদিন বিকেল বেলায়
বৃষ্টির অযুহাতে তুমি আর আমি
এক কাপ লাল চায়ের সাথে বেস ভালোই গল্প জমাতাম।
ছুটির দিনে তুমি এসেছিলে সেই প্রথম আমার ঘড়ে
গরম খিচুরির নিমন্ত্রণে বাহিরে ছিল অজোড়ে বৃষ্টি।আর গরের ভিতরে তুমি আমি আর গরম খিচুরি আচারের সাথে
দেখতে দেখতে বৃষ্টিগুলো চলে যাচ্ছে
এখন আর আগের মতো গল্পটাও জমে না।
হঠাৎ একদিন পড়ন্ত বিকেলে মেঘলার আকাশ
নদীর ধারে তুমি আর আমি হঠাৎ
ঠিক তখনই শুরু হয়েছিল রিমঝিম বৃষ্টি।
বৃষ্টিতে তুমি আর আমি ভিজেছিলাম
হুম এটাই আমাদের প্রথম এক-সাথে বৃষ্টিতে
ভেজা হয়েছিল, চিরকাল স্বরণে
থাকবে আমার এই দিনটার কথা।
এই দিন তুমি প্রথম আমার প্রেমে পড়েছিল।
আমার বৃষ্টিভেজা আখি, আমার বৃষ্টিতে বেজা ঘনকালো কবরী,
বেজা নিল শাড়ি ঐ কপালে টিপ
তারপর থেকেই
কারণে-অকারণেই হয়েছে আমাদের একসাথে বৃষ্টিতে ভেজা।
বৃষ্টিটা চলে গেছে ঠিকই কিন্তু আমাদের মাঝে দিয়ে গেছে
এক অসম্ভব অসুন্দর একটা প্রেম ভালোবাসা,
ভালোবাসি ও... গল্পের বৃষ্টি বেজা মানুষ আমি
তোমায় ভীষণ বালো বাসি, গো...