
বিনামূল্যে ডায়াবেটিকস পরীক্ষা ও ডেঙ্গু থেকে বাচতে. সচেতনতাই সাবধনতা” লিফলেট বিতরণ এর কার্যক্রম করা হয়েছে
শাহ সাহিদ উদ্দিন কুমিল্লা রিপোর্টার

বাংলাদেশ মানব কল্যাণ পরিষদ উদ্যোগে শুক্রবার সকাল ৭ ঘটিকায় মহানগর প্রজেক্ট ২ নং গেইট. রামপুরা- ঢাকা কার্যক্রম অনুষ্ঠিত হয়। সকাল ৭টা থেকে ৯ ঘটিকা পর্যন্ত শিক্ষার্থী, শিক্ষক, বিভিন্ন শ্রেণি পেশার মানুষের বিনামূল্যে ডায়াবেটিস পরিক্ষা করা হয়।
প্রধান আলোচক হিসেবে বাংলাদেশ মানব কল্যাণ পরিষদ – প্রধান উপদেষ্টা এবং রামপুরা থানা আওয়ামী লীগের কোষাধ্যক্ষ – শেখ রাসেল ফাউন্ডেশন – সভাপতি – লায়ন কাজী মোহাম্মদ খালেকুজ্জামান আমির স্যার. রক্তের গ্রুপ ও ডায়াবেটিস সচেতনতা বিষয়ে আলোচনা করে। বাংলাদেশ মানব কল্যাণ পরিষদ – উপদেষ্টা – লায়ন মোহাম্মদ আবুল বাসার উপস্থিত সকলের মাঝে বাংলাদেশ মানব কল্যাণ পরিষদ সেবামূলক কার্যক্রম বিষয়ে অবহিত করে।
সেবামূলক কার্যক্রমে উপস্থিত ছিল বাংলাদেশ মানব কল্যাণ পরিষদ প্রতিষ্ঠাতা – মোঃ ময়নাল হোসেন মারুফ. সাধারণ সম্পাদক – মোঃ আরিফ উল্লাহ ( ফরহাদ), সহ- সভাপতি – দেওয়ান আতিকুর রহমান, বিশেষ মেহমান – এস.এম হাসান ভাই প্রমূখ্য।