বঙ্গবন্ধুর অদম্য চেতনা নতুন প্রজন্মকে লক্ষ্য অর্জনে অনুপ্রাণিত করে বললেন চেয়ারম্যান আবুল কালাম আজাদ
শাহ সাহিদ উদ্দিন, কুমিল্লা রিপোর্টার
কুমিল্লার দেবীদ্বারে জাতিরজনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৮তম শাহাদাৎ বার্ষিকী, জাতীয় শোক দিবস উপলক্ষে নিহতদের স্মরণে দোয়া ও শোকসভা অনুষ্ঠিত হয় । শনিবার বিকালে সুলতানপুর ইউনিয়ন আওয়ামীলীগ ও অঙ্গ ও সহযোগী সংগঠনের উদ্যােগেআয়োজিত বক্রিকান্দি উচ্চবিদ্যালয় মাঠে এ শোক সভা অনুষ্ঠিত হয় । এসময় আলোচনা সভা ও দোয়া অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে ছিলেন দেবীদ্বার সাড়েচার লক্ষ্য মাটি ও মানুষের নেতা গরীব দুঃখী মানুষের আশ্রয়স্থল যিনি দেবীদ্বারের আপামর জনতার প্রিয় মানুষ এবং তৃণমূল আওয়ামী লীগের আস্থাভাজন কুমিল্লা উত্তর জেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদকও দেবীদ্বার উপজেলা পরিষদ চেয়ারম্যান মো.আবুল কালাম আজাদ। আবুল কালাম আজাদ বলেন দেশের নতুন প্রজন্ম তাদের লালিত স্বপ্ন পূরণে বঙ্গবন্ধুর অদম্য চেতনা এবং জীবন ও কর্ম অনুসরণ করছে। বঙ্গবন্ধুর সমগ্র জীবনে আমরা দেশপ্রেম, মানবতা, তার রাজনৈতিক এবং শিক্ষাগুরুদের প্রতি শ্রদ্ধার নিখুঁত উদাহরণ খুঁজে পাই, তাঁকে গণমানুষের মহান নেতা এবং হাজার বছরের শ্রেষ্ঠ বাঙালি হিসেবে গড়ে তুলেছে।
বঙ্গবন্ধুর শাহাদত বার্ষিকীর প্রাক্কালে আরো বলেন বঙ্গবন্ধুর অসাধারণ নেতৃত্বের দক্ষতা, বাগ্মিতা, প্রশংসনীয় ব্যক্তিত্ব, সততা, নিষ্ঠা ও অবিসংবাদিত জীবনশৈলী প্রজন্মের পর প্রজন্ম ধরে তরুণদের অনুপ্রেরণার এক বিরাট উৎস হয়ে থাকবে। ঘাতকচক্র জাতির জনক বঙ্গবন্ধুকে হত্যাকরলেও তার নীতি ও আদর্শকে মুছে ফেলতে পারেনি। যতদিন বাংলাদেশ থাকবে ততদিন জাতির পিতার নাম এ দেশেরলাখো কোটি বাঙালির অন্তরে চির অমলিন, অক্ষয় হয়ে থাকবে।
শনিবার বিকালে সুলতানপুর ইউনিয়ন আওয়ামী লীগ ও অঙ্গ ও সহযোগী সংগঠনের উদ্যােগে আয়োজিত বক্রিকান্দিউচ্চবিদ্যালয় মাঠে ১৫ আগস্ট জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৮তম শাহাদৎ বার্ষিকী ও জাতীয় শোক সভায় এসব কথা বলেন । ইউনিয়ন চেয়ারম্যান ও উপজেলা আওয়ামীলীগের যুগ্ম সাধারণ সম্পাদক অধ্যক্ষ মো. হুমায়ুন কবিরের সভাপতিত্বে ওইউনিয়ন আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক মো. ফখরুল ইসলামের সঞ্চালনায় দোয়া ও শোক সভায় বক্তব্য রাখেন, উপজেলা আওয়ামীলীগের সহসভাপতি মো. লুৎফুর রহমান বাবুল, ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান মো.নুরুল ইসলাম, ইউনিয়ন চেয়ারম্যান মোকবল হোসেন মুকুল, ইউনিয়ন চেয়ারম্যান মো.শাহাজান সরকার, ইউনিয়ন সাবেক চেয়ারম্যান আব্দুর রবমাঝি, ইউনিয়ন চেয়ারম্যান মো. কামরুজ্জামান মাসুদ, ইউনিয়ন চেয়ারম্যান হাজী জালাল উদ্দিন ভূঁইয়া। সভায় স্বাগতিক বক্তব্যরাখেন, সাবেক ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি মো. আবু মুসলেম, কুমিল্লা উত্তর জেলা ছাত্রলীগের যুগ্ম সাধারণ সম্পাদক সারোয়ার হোসেন রাকিব,দেবীদ্বার উপজেলা ছাত্রলীগের যুগ্ন আহবায়ক গোলাম মহিউদ্দিন সবুজ, ইমরান আরেফিন ইমু মোহাম্মদ আল-আমিন প্রমুখ।