
শোকসভায় হাজারো মানুষের উপস্থিতি প্রমান করে নৌকার আবারও বিজয় হবে বললেন রৌশন আলী মাস্টার
শাহ সাহিদ উদ্দিন, কুমিল্লা রিপোর্টার

জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান রক্ত দিয়ে মানুষের ভালোবাসার ঋণ শোধ করে গেছেন। কিন্তু তার কাছে আমাদের যে ঋণ, তা শোধ হবে কী করে? বাংলার দুঃখী মানুষের মুখে হাসি ফোটানোর মধ্য দিয়ে গণতান্ত্রিক, ধর্মনিরপেক্ষ এবং শোষণ ও বৈষম্যমুক্ত বাংলাদেশ গড়ে তোলার জন্য তারই কন্যা সারা বিশ্বের জননন্দিত প্রধানমন্ত্রী শেখ হাসিনা কাজ করে যাচ্ছেন। বঙ্গবন্ধু যে স্বপ্ন দেখেছিলেন সে স্বপ্ন বাস্তবায়নে আমাদের সবাইকে শেখ হাসিনার হাতকে শক্তিশালী করতে হবে।
মঙ্গলবার (২২ আগষ্ট) ২নং ইউসুফপুর ইউনিয়ন আওয়ামী লীগ আয়োজিত পীর মহেশপুর গ্রামে বঙ্গবন্ধুর শাহাদৎ বার্ষিকী উপলক্ষ্যে উপজেলা আওয়ামী লীগের মাসব্যাপী কর্মসুচীর দোয়া ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
ইউসুফপুর ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক শাহ-আলম মাঝির সঞ্চালনায় ভারপ্রাপ্ত সভাপতি আবু তাহেরের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন কুমিল্লা উত্তর জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আলহাজ্ব রৌশন আলী মাস্টার,বিশেষ অতিথির বক্তব্য রাখেন, উপজেলা আওয়ামী লীগের সহ সভাপতি মো. সামসুল হক, সাংগঠনিক সম্পাদক মো. মোস্তাফিজুর রহমান, স্বাস্থ্য বিষয়ক সম্পাদক গোলাম মোস্তফা, প্রচার সম্পাদক মো. মিজানুর রহমান, প্রচার ও প্রকাশনা সম্পাদক মোসলেহ উদ্দিন মানি ভুইয়া, সদস্য মো. নজরুল ইসলাম সরকার প্রমুখ।
এছাড়াও উপস্থিত ছিলেন সাবেক ইউনিয়ন সদস্য, ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মো. মহিউদ্দিন ও তাতীলীগের উপজেলা যুগ্ম আহ্বায়ক মনিরুজ্জামান মনির,আওয়ামী লীগের সাধারণ সম্পাদক শাহ আলম মাঝি, কুমিল্লা উত্তর জেলা স্বেচ্ছাসেবক লীগের সদস্য মোঃ একে শিবলু খান, স্থানীয় আওয়ামী লীগ নেতা মো. হাসান সরকার , ফয়েজ মেম্বার, শহীদ মেম্বার, আলাউদ্দিন সরকার, দুলাল মিয়া, দুলাল হোসেন, ইউনিয়ন ছাত্রলীগ সভাপতি মো. সুমন রানা,মো রাশেদ প্রমুখ।
বক্তব্যে দ্বাদশ নির্বাচন প্রসঙ্গে রোশন আলী মাস্টার নেতা-কর্মীদের বলেন, আমি স্পষ্ট করে বলে দিতে চাই, মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার কাছে সব রেকর্ড জমা আছে। দলের জন্য কে কি করেছেন ওনি সব জানেন। আমাদের বিভেদ-কোন্দল ভুলে ঐক্যবদ্ধ হয়ে নৌকার জন্য কাজ করতে হবে।
মাদার অব হিউম্যানিটিখ্যাত জননেত্রী শেখ হাসিনার উন্নয়ন অগ্রযাত্রায় বাংলাদেশ আজ বিশ্বে রোল মডেল। সার্বিক সূচকে বেড়েছে মানুষের জীবনযাত্রার মান।
১৫ আগস্ট জাতীয় শোকের দিন। বাংলার আকাশ-বাতাস আর প্রকৃতিও অশ্রুসিক্ত হওয়ার দিন। কেননা পঁচাত্তরের এই দিনে আগস্ট আর শ্রাবণ মিলেমিশে একাকার হয়েছিল বঙ্গবন্ধুর রক্ত আর আকাশের মর্মছেঁড়া অশ্রুর প্লাবনে।
পঁচাত্তরের ১৫ আগস্ট সুবেহ সাদিকের সময় যখন ধানমন্ডি ৩২ নম্বরে নিজ বাসভবনে সপরিবারে বঙ্গবন্ধুকে বুলেটের বৃষ্টিতে ঘাতকরা ঝাঁঝরা করে দিয়েছিল, তখন যে বৃষ্টি ঝরছিল, তা যেন ছিল প্রকৃতিরই অশ্রুপাত। ভেজা বাতাস কেঁদেছে সমগ্র বাংলায়। ঘাতকদের উদ্যত অস্ত্রের সামনে ভীতসন্ত্রস্ত বাংলাদেশ বিহ্বল হয়ে পড়েছিল শোকে আর অভাবিত ঘটনার আকস্মিকতায়। আমরা এ ঘটনার তিব্র নিন্দা ও প্রতিবাদ জানাই।
তিনি আরো বলেন, ‘কুমিল্লা-০৪ দেবীদ্বার আসনে নৌকা প্রতীকে যাকেই মনোনয়ন দেওয়া হবে, আপনারা তাঁকেই ভোট দিয়ে নির্বাচিত করবেন। আমি বিশ্বাস করি, শেখ হাসিনা আমাকে মনোনয়ন দেবেন। যদি আমাকে দেন, তাহলে আমি আপনাদের পাশে আছিই। আজকের এই শোকসভায় হাজার হাজার মানুষের উপস্থিতি প্রমান করে নৌকার আবারও বিজয় হবে। আমাকে যদি মনোনয়ন না-ও দেওয়া হয়, যিনি নৌকা প্রতীক নিয়ে আসবেন, তাঁকেই সবাই মিলে বিজয়ী করব আমরা।’