নাশকতার প্রস্তুতিকালে রাজধানীর লালবাগ হইতে ছাত্রদলের ছয় নেতাকর্মী গ্রেফতার অস্ত্র উদ্ধার
দেলোয়ার হোসেন
অবৈধ অস্ত্র উদ্ধার ও মাদক নিয়ন্ত্রনের অংশ হিসেবে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ গুলশান বিভাগের উপ পুলিশ কমিশনার বার্নাড এরিক বিশ্বাসের নেতৃত্বে গোয়েন্দা বিভাগ গোপন সংবাদের ভিত্তিতে
গতকাল(১৯ আগস্ট রোজ শনিবার) লালবাগ থানাধীন বাসা নং- ৩৮/১/এ এর ৩য় তলার পাশের ত্রকটি রুমে বিশেষ অভিযান পরিচালনা করে জাতীয়তাবাদী ছাত্রদলের ছয় নেতাকে গ্রেফতার করেন
গ্রেফতারকৃত হলেন ১। মমিনুল ইসলাম @জিসান (৩১), সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক, ঢাকা বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রদল, ২। মোহাম্মদ আরিফ বিল্লাহ (৩০), সাবেক সহ-সাধারণ সম্পাদক বেসরকারী বিশ্ববিদ্যালয় ছাত্রদল, ৩। মোঃ হাসানুর রহমান@হাসান (৩২), সহ-সভাপতি, ঢাকা বিশ্ববিদ্যালয় ছাত্রদল, ৪। মোঃ শাহাদত হোসেন (৩১), সহ-সাংগঠনিক সম্পাদক, ছাত্রদল কেন্দ্রীয় সংসদ, ৫। জহির উদ্দিন মোহাম্মদ বাবর (৩২), সাবেক সিনিয়র যুগ্ম সাধারন সম্পাদক, জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় ছাত্রদল এবং ৬। মোঃ আব্দুল্লাহ আর রিয়াদ (২৯) যুগ্ম-সাধারণ সম্পাদক, ঢাকা বিশ্ববিদ্যালয় ছাত্রদল গ্রেফতার করে।
পববর্তীতে আসামী মমিনুল ইসলাম @জিসান ও মোহাম্মদ আরিফ বিল্লাহ’দ্বয়ের দেহ তল্লাশী করে ১। এক রাউন্ড গুলি ভর্তি অবস্থায় একটি লোহার তৈরী কাঠের বাটযুক্ত পিস্তল, ২। তার কাধে থাকা ব্যাগের ভিতর আট রাউন্ড গুলি ভর্তি অবস্থায় একটি লোহার তৈরী কাঠের বাটযুক্ত টপ ব্রেক রিভলবার, ৩। একটি কালো রংয়ের প্লাষ্টিকের বক্সের ভিতরে ১৯ (ঊনিশ) রাউন্ড গুলি, ৪। আট রাউন্ড গুলি ভর্তি অবস্থায় একটি লোহার তৈরী কাঠের বাটযুক্ত টপ ব্রেক রিভলবার উদ্ধার করে। তাদের প্রাথমিক জিজ্ঞাসাবাদে তারা জানায় যে-বাংলাদেশ জাতীয়তাবাদী দল এর হাইকমান্ড এবং বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদলের হাইকমান্ডের নির্দেশে ছাত্রদলের ঢাকা বিশ্ববিদ্যালয় শাখাসহ অন্যান্য বিশ্ববিদ্যালয় শাখাসমূহ রাজপথে বিএনপির শক্তি বৃদ্ধির লক্ষ্যে ছাত্রদলের অবৈধ আগ্নেয়াস্ত্রের মহড়া প্রদশর্ণের মাধ্যমে জনমনে ভীতি এবং আতঙ্ক সৃষ্টি করে অর্ন্তঘাত মূলক কাজ করে বর্তমান সরকারকে অস্থিতিশীল করার পরিকল্পনার নিমিত্তে উক্ত স্থানে অবস্থান করছিল।
ধৃত আসামীদের বিজ্ঞ আদালতে প্রেরণ করা হয়েছে।