
রাজধানীর বিমানবন্দর থানা এলাকা হইতে কুখ্যাত মাদক ব্যবসায়ী মুক্তার হোসেনকে ফেনসিডিল সহ গ্রেফতার
দেলোয়ার হোসেন
মাদক বিরোধী অভিযানের অংশ হিসেবে আজ (১৭ই আগস্ট ২০২৩) ইং রোজ বৃহস্পতিবার রেপিড একশন ব্যাটালিয়ান র্র্যাব ত্রর একটি অাভিযানীর দল গোপন সংবাদের ভিত্তিতে জানতে পারে যে ভাটারা থানাধীন কুড়িল ওভার ব্রিজের নিচে কতিপয় মাদক ব্যবসায়ী ফেনসিডিল বেচাকিনা সরবরাহ করার উদ্দেশ্যে অবস্থান করিতেছে ৷উক্ত সংবাদের ভিত্তিতে অাভিজানিক দলটি ওয়াটার ইন রেস্টুরেন্ট কনফেকশনারি দোকানের সামনে অভিযান পরিচালনা করে কুখ্যাত মাদক ব্যবসায়ী মোক্তার হোসেনকে ২৫০ বোতল ফেনসিডিল সহ গ্রেপ্তার করা হয় ৷ উদ্ধার করা হয় একটি মোবাইল ও মোবাইলেসিম ও নগদ টাকা গ্রেফতারকৃত মুক্তার হোসেন দীর্ঘদিন যাবত অবৈধ মাদক বেচাকেনা সাথে জড়িত তার বিরুদ্ধে বিভিন্ন থানায় মাদক সংক্রান্ত একাধিক মামলা রয়েছে ৷
গ্রেফতারকৃত আসামীকে প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা যায় যে, সে দীর্ঘদিন যাবৎ বাংলাদেশের সীমান্তবর্তী জেলা হতে মাদকদ্রব্য সংগ্রহ করে দেশের বিভিন্ন প্রান্তে মাদকদ্রব্য ফেন্সিডিল ক্রয়-বিক্রয় করে আসছে। সে বিভিন্ন সময় সুকৌশলে আইন-শৃঙ্খলা বাহিনীর চোখ ফাঁকি দিয়ে অবৈধ মাদক দ্রব্য ফেন্সিডিল পরিবহন করে রাজধানী ঢাকা’সহ দেশের বিভিন্ন এলাকায় খুচরা মাদক ব্যবসায়ীদের নিকট সরবরাহ করেছে মর্মে স্বীকার করে।
উদ্ধারকৃত মাদকদ্রব্য ও আসামীকে সংশ্লিষ্ট থানায় হস্তান্তর করা হয়েছে।