রাজধানী গুলশানে বিপুল পরিমাণ মাদক উদ্ধার গ্রেফতার এক পাজেরো গাড়ি জব্দ
দেলোয়ার হোসেন
চলো যাই যুদ্ধে মাদকের বিরুদ্ধে এই স্লোগানে উজ্জীবিত হয়ে মাদক বিরোধী অভিযানের অংশ হিসাবে গত( ৯ ই আগস্ট )রোজ বুধবার রাতে র্যাব-১, উত্তরা, ঢাকা এর একটি আভিযানিক দল গোপন সংবাদের ভিত্তিতে জানতে পারে যে, রাজধানীর গুলশান এলাকায় কতিপয় মাদক ব্যবসায়ী অবৈধ মাদকদ্রব্য বিদেশী মদসহ অবস্থান করছে। উক্ত সংবাদের ভিত্তিতে আভিযানিক দলটি ঢাকার গুলশান থানাধীন গুলশান-১ টু তেজগাঁও লিংক রোডে নিকেতন ২ নং গেইটে একটি অস্থায়ী চেকপোস্ট স্থাপন করে কুখ্যাত মাদক ব্যবসায়ী মোঃ আব্দুল্লাহ (২৬), পিতা-মোঃ কবির হোসেন, জেলা-বাগেরহাট’কে গ্রেফতার করে। এসময় ধৃত আসামীর নিকট হতে *৪৬৬ বোতল (৪৬৬ লিটার) বিদেশী মদ, ০১ টি পাজেরো জীপ, ০১ মোবাইল ফোন, ০১ টি ড্রাইভিং লাইসেন্স এবং নগদ ২,১৫০/-টাকা* উদ্ধার করা হয়।
উল্লেখ্য বিশেষ সূত্রে জানতে পারা যায় গুলশানের কুখ্যাত মাদক ব্যবসায়ী বাবু শেখ ওরফে দাঁতলা বাবুর সহযোগী এই আব্দুল্লাহ
ধৃত আসামীকে প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা যায় যে, সে পেশায় ড্রাইভার। সে দীর্ঘদিন যাবৎ অভিনব কায়দায় যানবাহন ব্যবহার করে সু-কৌশলে আইন-শৃঙ্খলা বাহিনীর নজর এড়িয়ে বিভিন্ন প্রকারের অবৈধ মাদকদ্রব্য বিদেশী মদ পরিবহণ করে বিভিন্ন স্থানে ক্রয়-বিক্রয় করে আসছিল।
৪। উদ্ধারকৃত মাদকদ্রব্য ও গ্রেফতারকৃত আসামীকে সংশ্লিষ্ট থানায় হস্তান্তরের করা হচ্ছে উদ্ধারকৃত মাদকের মূল্য কয়েক লক্ষ টাকা ।