

দেবীদ্বারে প্রধানমন্ত্রীর উদ্যোগে ছিন্নমূল মানুষের মাঝে গৃহ ও জমি হস্তান্তর।
শাহ সাহিদ উদ্দিন,কুমিল্লা রিপোর্টার
অর্থনৈতিক ক্ষমতা নির্বিশেষে, আবাসন অধিকার বিশ্বব্যাপী প্রতিটি নাগরিকের অন্যতম অধিকার। আমাদের সংবিধানে খাদ্য, বস্ত্র এবং বাসস্থানকে বাংলাদেশের মানুষের মৌলিক চাহিদা হিসেবে চিহ্নিত করা হয়েছিলো। এই দৃষ্টিকোণ থেকে বিচার করলে প্রতিটি নাগরিকের তার পরিবারের সদস্যদের সাথে বসবাসের জন্য একটি বাড়ি থাকা সাংবিধানিক অধিকার।
নিরাপদ ও স্বাস্থ্যকর জীবন যাপনের জন্য প্রত্যেক ব্যক্তির একটি ভালো বাড়ি থাকা উচিত। কিন্তু বাস্তবতা হলো আমাদের দেশে অনেক মানুষ রয়েছে যাদের একটি বাড়ি নেই। প্রাকৃতিক দুর্যোগ, দারিদ্র্যতা, জোরপূর্বক স্থানান্তর, অভিবাসনসহ বিভিন্ন কারণে মানুষ গৃহহীন হয়ে পড়েছে। ঘরছাড়া এই দরিদ্র মানুষগুলো মানসিক ব্যাধি এবং ট্রমায় ভোগে। সুতরাং একটি বাড়ি এই মানুষগুলোর কেবল থাকার ব্যবস্থাই করবে না, বরং তাদের মানসিক সমস্যা সংক্রান্ত বিভিন্ন ট্রমা কাটিয়ে উঠতেও সহায়তা করবে।
গৃহহীন মানুষকে আবাসন সরবরাহ করার সরকারের সিদ্ধান্তের একাধিক ইতিবাচক প্রভাব রয়েছে। প্রথমত, সরকার গৃহহীনতার অনুভূতি সংক্রান্ত ট্রমা থেকে বেরিয়ে আসতে দরিদ্র এই মানুষগুলোকে শুধু সাহায্যই করেনি বরং তাদের মুখে হাসিও ফুটিয়েছে। দ্বিতীয়, এমন মহৎ উদ্যোগ বাস্তবায়নের মাধ্যমে শেখ হাসিনা সরকারের দরিদ্রবান্ধব নীতিও পরিস্ফুটিত হয়েছে । তৃতীয়ত, নেতা হিসেবে শেখ হাসিনার বিশ্বাসযোগ্যতা ও যোগ্যতা এই উদ্যোগের মাধ্যমে প্রমাণিত হয়েছে।
তিনি একটি বিষয় প্রতিষ্ঠিত করতে সক্ষম হয়েছেন যে, তিনি তার বাবার মতো দরিদ্র মানুষের দুর্ভোগ অনুভব করতে পারেন। বঙ্গবন্ধু জনবান্ধব নেতা ছিলেন, যিনি জনগণের উন্নতি ও দেশের স্বাধীনতার জন্য নিজের জীবন উৎসর্গ করেছিলেন। বাবার আদর্শে অনুপ্রাণিত হয়ে দেশ পরিচালনার মাধ্যমে শেখ হাসিনা একজন পরিণত রাজনীতিবিদ হিসেবে নিজেকে প্রতিষ্ঠিত করেছেন দেশের মধ্যে এবং দেশের গণ্ডির বাইরে। ইতিপূর্বে বাংলাদেশের কোনো সরকার গৃহহীন মানুষের দুর্ভোগ বিবেচনা করে এ ধরনের পদক্ষেপ গ্রহণ করেনি।
তারই ধারাবাহিকতায় আজ ৯আগস্ট (বুধবার) কুমিল্লার দেবীদ্বারে অনুষ্ঠিত হয়েছে গৃহহীনদের মাঝে গৃহ ও জমি হস্তান্তর অনুষ্ঠান, উপজেলার প্রায় ৩’শরও অধিক ছিন্নমূল ও গৃহহীনদের মাঝে ঘর ও জমি বিতরণকালে ঘরের চাবি বুঝিয়ে দেওয়া হয়েছে। উপজেলা নির্বাহী অফিসার জনাবা নিগার সুলতানার সভাপতিত্বে ও সহকারী কমিশনার (ভূমি) মো. রায়হানুল ইসলামের সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কুমিল্লা-০৪ দেবীদ্বার উপজেলার মাননীয় সংসদ সদস্য জনাব রাজী মোহাম্মদ ফখরুল ইসলাম, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন দেবীদ্বার পৌরসভার নবনির্বাচিত মেয়র সহকারী অধ্যাপক জনাব সাইফুল ইসলাম শামীম, এছাড়াও অনুষ্ঠানে স্থানীয় নেতৃবৃন্দের মাঝে অনেকেই উপস্থিত ছিলেন।