রবিবার, ডিসেম্বর ৮, ২০২৪

৯ দফা দাবীতে গাজীপুরে ইসলামী আন্দোলন বাংলাদেশের গণসমাবেশ অনুষ্ঠিত

Logo
Desk Report 2 শনিবার, ০২ ২০২৪, ৫:৩৭ অপরাহ্ণ

কাজল মিয়াঃ

৯ দফা দাবীতে গাজীপুরে ইসলামী আন্দোলন বাংলাদেশের গণসমাবেশ অনুষ্ঠিত হয়েছে।

কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে শুক্রবার (১ নভেম্বর ) বিকেলে দলের কাশিমপুর থানা শাখা হাইস্কুল খেলার মাঠে এই গণসমাবেশের আয়োজন করে।

ইসলামী আন্দোলন বাংলাদেশের কাশিমপুর থানা শাখার সভাপতি মুফতি মুহাম্মদ আবুল বাশার সিকদারের সভাপতিত্বে অনুষ্ঠিত সমাবেশে প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন ইসলামী আন্দোলনের সিনিয়র যুগ্ম মহাসচিব মাওলানা গাজী আতাউর রহমান,

এ উপলক্ষে দুপুরের পর থেকে ইসলামী আন্দোলনের সমর্থকরা বিভিন্ন অঞ্চল থেকে ছোট ছোট মিছিল নিয়ে সভাস্থলে এসে উপস্থিত হতে থাকে। পরে বিকেলে কাশিমপুর স্কুল মাঠে লোকে লোকারণ্য হয়ে যায়।
গণ সমাবেশে প্রধান বক্তা তার বক্তব্যে বলেন, গতানুগতিক নির্বাচন ব্যবস্থা বাতিলের পাশাপাশি সংখ্যানুপাতিক হারে (PR) পদ্ধতিতে নির্বাচনের ব্যবস্থাসহ ৯ দফা দাবী বাস্তবায়ন করতে হবে। এ ছাড়া গত ৫ আগষ্ট আন্দোলনে সকল গণহত্যার বিচার করতে হবে। একইসঙ্গে আওয়ামী লীগ সরকারের দুর্নীতিবাজদের বিচারের আওতায় এনে তাদের সম্পদ বাজেয়াপ্ত করতে হবে।

এ সময় অন্যান্যের মধ্যে গাজীপুরের সাধারাণ সম্পাদক হুসাইন আহমেদ, কাশিমপুর থানার সভাপতি মুফতি মুহাম্মদ আবুল বাশার সিকদার, ইসলামী যুব আন্দেলন মুফতী ফরহাদুল ইসলামসহ দলের বিভিন্ন স্তরের নেতা কর্মীগণ বক্তব্য রাখেন।

ADVERTISEMENT
অন্যান্য সংবাদ

মোঃ রিপন হাওলাদার: ঢাকা: দশমিনা উপজেলা শ্রমিক ঐক্য পরিষদের উদ্যোগে একটি গুরুত্বপূর্ণ আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। গত ৭ ডিসেম্বর শনিবার দনিয়া পলাশপুর …

ফরিদপুর প্রতিনিধি পরিবেশ রক্ষায় যার যার জায়গা থেকে নিজে সচেতন হতে হবে অন্যথায় শুধু নিয়ম দিয়ে পরিবেশ রক্ষা বা পরিষ্কার শহর তৈরি …

সাজেদুল হক প্রান্ত, রিপোর্টারঃ ৮ ডিসেম্বর শিবপুর উপজেলা হানাদার মুক্ত দিবস উপলক্ষে আলোচনা সভা ও বীর মুক্তিযোদ্ধাদের সংবর্ধনার আয়োজন করেছেন আমরা মুক্তিযোদ্ধা …

ফারহানা আক্তার , খাগড়াছড়ি জেলা প্রতিনিধি: খাগড়াছড়ি সদর থানায় দ্রুততম সময়ের মধ্যে পুলিশের বিশেষ অভিযানে ছিনতাইকৃত ০৪ টি মোবাইল ফোন উদ্ধার সহ …