স্টাফ রিপোর্টার মোঃ মাহবুব আলম কুমিল্লা
মঙ্গলবার (৩ সেপ্টেম্বর ২০২৪) ৯৯৯ এর মাধ্যমে ইলিয়টগঞ্জ হাইওয়ে থানা জানতে পারে শুটকি বহনকারী ১টি ট্রাক যার রেজি: নং চট্রমেট্রো-ট-১১-৯৪৯৬ ভোর ৫ ঘটিকায় নারায়ণগঞ্জের মদনপুর এলাকা হতে ছিনতাই হয়।হাইওয়ে পুলিশ কুমিল্লা রিজিয়নের এডিশনাল ডিআইজি মো: খাইরুল আলম এর নির্দেশনা মোতাবেক গোপন সংবাদের ভিত্তিতে ইলিয়টগঞ্জ হাইওয়ে থানার মোবাইল ডিউটি পার্টির ইনচার্জ সাব-ইন্সপেক্টর মো: ডালিম হোসেন এর নের্তৃত্বে কুমিল্লা জেলার চান্দিনা থানাধীন মাধাইয়া এলাকার দোতলা নামক স্থানে মহাসড়কে বিশেষ অভিযান পরিচালনা করে ৭টন (৯২ বস্তা) শুটকিসহ চট্ট মেট্র -ট- ১১-৯৪৯৬ ট্রাকটি আটক করা হয় এবং এ সময় অপর ১টি ট্রাকে কিছু শুটকি মাছ লোড করা অবস্থায় পাইলে সেটিও আটক করা হয়। ট্রাক ২টি বর্তমানে ইলিয়টগঞ্জ হাইওয়ে থানা পুলিশের হেফাজতে আছে। মূলত চট্ট মেট্র -ট- ১১-৯৪৯৬ ট্রাকটি ২ সেপ্টেম্বর ২০২৪ ইং তারিখ ৭ টন (৯২ বস্তা) শুটকি বোঝাই নিয়ে চট্টগ্রাম হতে ময়মনসিংহ জেলার ত্রিশাল এর উদ্দেশ্যে রওনা করে।উক্ত ট্রাকটি নারায়ণগঞ্জের মদনপুর এলাকায় পৌঁছালে রাস্তা খারাপ থাকার কারণে সেসময় ট্রাকটি ধীরগতিতে চলছিল।এই সুযোগে হঠাৎ ০১ টি সিএনজি যোগে ছিনতাইকারীরা এসে ট্রাকের গতিপথ রোধ করে এবং ড্রাইভারকে মারধর করে নিচে ফেলে দিয়ে চট্ট মেট্র -ট- ১১-৯৪৯৬ ট্রাকটি চট্টগ্রাম অভিমুখে রওনা করে এবং পরবর্তীতে হাইওয়ে পুলিশ কুমিল্লা রিজিয়নের ইলিয়টগঞ্জ হাইওয়ে থানা গোপন সংবাদের ভিত্তিতে বিশেষ অভিযান পরিচালনা করে শুটকি ২টি ট্রাক আটক করে।এ ব্যাপারে কুমিল্লা জেলার চান্দিনা থানায় পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণ প্রক্রিয়াধীন আছে।