ফারহানা আক্তার
খাগড়াছড়ি জেলা প্রতিনিধি
খাগড়াছড়ি জেলার মাটিরাঙ্গা উপজেলা ২ নং তবলছড়ি ইউনিয়ন ছাত্রলীগের উদ্যোগে তবলছড়ি নতুন বাজারে কেজি দরে বিক্রি করছেন ৬৫০ টাকা গরুর মাংস।
১৯ মার্চ মঙ্গলবার সকালে তবলছড়ি মাংসের বাজারে গিয়ে দেখা যায়, গরুর মাংস কিনতে সাধারণ মানুষের উপচে পড়া ভিড়। দোকানে বড় টুকরা করে গরুর মাংস ঝুলিয়ে রাখা হয়েছে। একজন মাংস কাটছেন, অন্যজন ব্যাগে ভরে দিচ্ছেন। বিক্রি করা হচ্ছে প্রতি কেজি গরুর মাংস ৬৫০ টাকা করে।
এই উদ্যোগ গ্রহণ করেন ২ নং তবলছড়ি ছাএলীগের মোঃ ওমর ফারুক (সুমন), রাশেদ পাটুয়ারি সভাপতি ২নং তবলছড়ি ইউনিয়ন ছাত্রলীগ ,দেলোয়ার হোসেন সাধারণ সম্পাদক, আজগর আলী
একদিন আগেও এই বাজারে গরুর মাংস ৭৫০ থেকে ৮০০ টাকা পর্যন্ত কেজি দরে বিক্রি হয়েছে।সেখানে তিনি বিক্রি করছেন মাত্র ৬৫০ টাকায়। সপ্তাহে দুই দিন বাজারে মাংস বিক্রি কার্যক্রম চলবে। এই সময় দেখা যায় সকাল থেকে দোকান ঘিরে ক্রেতার ভিড়, ন্যায্য দাম এবং মান ভালো হওয়ায় দূর দূরান্ত থেকেও আসছে ক্রেতারা।দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতির বাজারে গরুর মাংস সীমিত আয়ের মানুষের জন্য বিলাসী পণ্য।
এই সময় ২নং তবলছড়ি ইউনিয়ন ছাত্রলীগ সভাপতি রাশেদ পাটুয়ারি জানান পবিত্র রমজান জুড়ে চলবে সাশ্রয়ী মূল্যে গরুর মাংস বিক্রির এই কার্যক্রম। শুধু হতদরিদ্র পরিবারই নয়, বিভিন্ন শ্রেণি–পেশার মানুষ এখান থেকে গরুর মাংস কিনছেন।