

৫৩নং ওয়ার্ড যুবলীগের উদ্যোগে নেতা-কর্মীদের মাঝে ঈদ উপহার বিতরণ
মোল্লা তানিয়া ইসলাম তমাঃ
পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের ৫৩নং ওয়ার্ড যুবলীগ নেতা মোঃ তৈয়্যবুর রহমান ও মোঃ শফিকুল ইসলামের নিজস্ব অর্থায়নে, ৫শতাধিক আওয়ামী- যুবলীগের নেতা-কর্মী ও সমর্থকদের মাঝে ঈদ উপহার হিসেবে পাঞ্জাবী বিতরণ করা হয়েছে । বুধবার (১২ই এপ্রিল) সকাল ১০টায় ৫৩নং ওয়ার্ড যুবলীগের অস্থায়ী কার্যালয়ে এই ঈদ উপহার বিতরন করা হয় । উক্ত ঈদ উপহার বিতরন কালে উপস্থিত ছিলেন ৫৩নং ওয়ার্ড আওয়ামী- যুবলীগের সভাপতি পদপ্রার্থী মোঃ তৈয়্যবুর রহমান, যুবলীগ নেতা মোঃ শফিকুল ইসলাম সহ ৫৩নং ওয়ার্ড যুবলীগের বিপুল সংখ্যক নেতৃবৃন্দ । ঈদ উপহার বিতরন কালে উপস্থিত যুবলীগের নেতৃবৃন্দ বলেন, মোঃ তৈয়্যবুর রহমান ও মোঃ শফিকুল ইসলাম যেভাবে কর্মীদের পাশে দাড়িয়েছে তা সত্যিই প্রসংশার দাবিদার এবং এমন কাজ সর্বমহলে প্রশংসনীয় । তারা প্রাকৃতিক দুর্যোগ, মহামারি, ধর্মীয় অনুষ্ঠানসহ জাতির যেকোনো ক্রান্তি লগ্নে আওয়ামী- ও সহযোগী সংগঠনের কর্মী সমর্থকদের পাশে দাড়ায় । এসময় যুবলীগ নেতা মোঃ তৈয়্যবুর রহমান বলেন, আমি আমার সাধ্যানুযায়ী যুবলীগের নেতা কর্মীদের জন্য কাজ করে যাচ্ছি । মৃত্যুর আগমুহূর্ত পর্যন্ত মানুষের জন্য কাজ করে যাব ইনশাআল্লাহ ।