রাজধানীর যাত্রাবাড়ী থানাধীন ৪৮ নং ওয়ার্ড ছাত্রলীগের সভাপতি জুবায়ের আবেদীনের পক্ষ থেকে ঈদুল ফিতর উপলক্ষে একশ পরিবারের মাঝে ঈদ সামগ্রী বিতরণ করা হয়। তিন দিনব্যাপী এই কার্যক্রমের উদ্বোধন করেন, ৪৮ নং ওয়ার্ড কাউন্সিলর হাজী মুহাম্মদ আবুল কালাম অনু, এসময় প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন যাত্রাবাড়ী থানা ছাত্রলীগের সাধারণ সম্পাদক রিপন হাসান ফাহিম এ সময় আরো উপস্থিত ছিলেন ওয়ার্ড ছাত্রলীগে নেতাকর্মীরা।
অনুষ্ঠানে বক্তারা বলেন, বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনার হাতকে শক্তিশালী করা এবং ৪৮ নং ওয়ার্ড ছাত্রলীগকে সু সংঘটিত করার লক্ষ্যে নিরলস পরিশ্রম করে যাচ্ছে জুবায়ের আবেদীন। বক্তারা আর বলেন, ৪৮ নং ওয়ার্ডের
যুব সমাজকে মাদকের ভয়াবহ থাবা থেকে রক্ষা করা সহ এলাকার সন্ত্রাস নির্মূলে সম্মিলিতভাবে কাজ করে যাচ্ছে তিনি। এলাকাবাসীর যে কোন বিপদ আপদে সর্বদা তাকে পাশে পাওয়া যায়।
জুবায়ের আবেদিন বলেন, এলাকার শান্তি-শৃঙ্খলা রক্ষার্থে এবং এলাকাবাসীর নিরাপত্তার স্বার্থে তিনি সর্বদা নিজেকে বিলিয়ে দিতে প্রস্তুত। তিনি আরো বলেন, ভবিষ্যতে সর্বদা ৪৮ নং ওয়ার্ডবাসীর পাশে থেকে তাদের সেবায় নিজেকে উৎসর্গ করবেন।