
শফিকুল ইসলাম শরীফস্টাফ রিপোর্টার
দীর্ঘ ৪০ বছর পর জন্মভূমিতে আগত ভোলাচং শ্রীশ্রী কৃষ্ণমন্দির (গিরিধারী আখরা)-এর উত্তরসূরী, ভারতের ত্রিপুরা রাজ্যের আগরতলার স্থায়ী বাসিন্দা, আকাশবাণী ও দূরদর্শন কেন্দ্রের প্রখ্যাত মিউজিক কম্পোজার শ্রী মনোরঞ্জন দেব-কে ভোলাচং উদযাপন কমিটির উদ্যোগে নাগরিক সংবর্ধনা দেওয়া হয়েছে।
আজ সোমবার ৫ জুন সকাল ১০ টায় উপজেলার ভোলাচং শ্রীশ্রী কৃষ্ণমন্দির (গিরিধারী আখরা) প্রাঙ্গণে এ নাগরিক সংবর্ধনা দেওয়া হয়।
নরেন্দ্র চন্দ্র পালের সভাপতিত্বে ও সাংবাদিক গৌরাঙ্গ দেবনাথ অপুর সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নবীনগর পৌরসভার মেয়র অ্যাডভোকেট শিব শংকর দাস,
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, ওস্তাদ মমতাজ বেগম। নবীনগর মহিলা কলেজের সাবেক অধ্যাপক কান্তি কুমার ভট্টাচার্য। শোক্লা রানী ভট্টাচার্য, বীর মুক্তিযোদ্ধা হারুন অর রশিদ, বীর মুক্তিযোদ্ধা জয়নাল আবেদীন, ডাঃ তারাপদ চক্রবর্তী, জাহাঙ্গীর আলম ইমরুল মাছরাঙা টিভি,গৌতম দাস সাধারণ সম্পাদক মন্দির কমিটি, পার্থ চক্রবর্তী, পার্থ পাল, মো:নাছির চৌধুরী, আকরাম হোসেন, খোকন চক্রবর্তী,পনব দাস সহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।