৩ দিনের নবজাতক নিয়ে থানায় হাজির ধর্ষণের শিকার কিশোরী
এস এম আবেদ মাসুম:
গাজীপুরের পূবাইল থানায় ধর্ষণের শিকার এক কিশোরী তার তিন দিন বয়সি নবজাতক সহ সপরিবারে থানায় হাজির হয়। এ ঘটনায় কিশোরীর বাবা বাদী হয়ে মামলা করেছেন বলে জানা গেছে। এমন চাঞ্চল্যকর ঘটনা ঘটেছে পূবাইল মেট্রোপলিটন থানার ৪২নং ওয়ার্ডের করমতলা এলাকায়। ধর্ষক ষাটোর্ধ্ব বয়সি মনির হোসেন ঠিকাদার একই এলাকার বাসিন্দা।
ভুক্তভোগী জামালপুর জেলার মেলান্দ থানার বাসিন্দা। পরিবারের সঙ্গে ১১ বছর ধরে পূবাইলের ওই এলাকায় ভাড়া থাকে। স্থানীয় একটি মাদ্রাসায় অষ্টম শ্রেণির শিক্ষার্থী ওই কিশোরী। পাশের রুমে পারিবার নিয়ে ভাড়া থাকে ধর্ষক মনির। কয়েকদিন আগে বাবা-মাকে ঘটনা জানালে বিষয়টি জানাজানি হয়। রোববার সকালে একটি ছেলেসন্তান জন্ম দেয় ওই কিশোরী।
পুবাইল মেট্রোপলিটন থানার ওসি জাহিদুল ইসলাম প্রতিবেদক জানান মামলা হয়েছে। আসামি গ্রেফতারের চেষ্টা চলছে।
ADVERTISEMENT