মোঃ সানাউল্লাহ দাউদকান্দি প্রতিনিধি:
দাউদকান্দিতে রাশেদা বেগম (৬৫) নামে এক বৃদ্ধাকে শ্বাসরোধ করে হত্যার ৩ঘন্টা পর খুন হওয়া রাশেদা বেগমের শরীরের থাকা কানের দুল ও চেইনসহ নাছিম ওরফে নাদিম (১৯) কে গ্রেফতার করেছে দাউদকান্দি মডেল থানা পুলিশ
সোমবার বিকেলে পৌরসভার নুরপুর গ্রামের নিজ বাড়ি খুন হন রাশেদা বেগম (৬৫)। সংবাদ পেয়ে দাউদকান্দি মডেল থানা পুলিশ লাশ উদ্ধার করতে গেলে ঘটনাস্থলে একজোরা জুতা দেখতে পায়।পুলিশ ঐ জুতার শূত্র ধরে ৩ঘন্টার মধ্যে হত্যার সাথে জরিত পৌরসবার ১ নং ওয়ার্ডের নূরপুর বেপারী বাড়ির মোঃ নূর আলমের পুত্র নাছিম ওরফে নাদিমকে গ্রেফতার করে।গ্রেফতারকৃত নাছির ওরফে নাদিমের দেয়া তথ্য মতে উপজেলার ইলিয়টগঞ্জ বাজার থেকে খুন হওয়া রাশেদা বেগমের কানের দুল ও চেইন উদ্ধার করে।
এ বিষয়ে দাউদকান্দি মডেল থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ মোজাম্মেল হক জানান,পুলিশ সুপার মহোদয়ের নির্দেশনায় ও কুমিল্লা সিনিয়র সহকারী পুলিশ সুপার দাউদকান্দি সার্কেল মহোদয়ের নেতৃত্বে আমরা হত্যাকান্ডের ৩ঘন্টার মধ্যে হত্যাকাীকে গ্রেফতার করি ও মালামাল উদ্ধার করি। নিহতের মরদেহ ময়নাতদন্তের জন্য কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।এ ব্যাপারে দাউদকান্দি মডেল থানায় ১জনকে আসামী করে মামলা দায়ের করা হয়েছে। আটককৃত আসামীকে ১৬৪দ্বারা জবানবন্দি রেকর্ড শেষে জেল হাজতে প্রেরন করে।