মহম্মদপুর (মাগুরা) প্রতিনিধি: মাগুরার মহম্মদপুরে ডাকাতির ঘটনার এক মাস চার দিন পর আলামিন (২২) নামের এক ডাকাতকে গ্রেপ্তার করেছে মহম্মদপুর থানা পুলিশ। ডাকাতির কাজে ব্যবহৃত ৫টি দেশীয় অস্ত্র উদ্ধার করা হয়েছে। আলামিন ফরিদপুর জেলার বোয়ালমারী উপজেলার কান্দাকুল গ্রামের উজির মিয়ার ছেলে।
বুধবার দুপুর ১টার সময় অফিসার ইনচার্জ বোরহান উল ইসলাম এ বিষয়ে তথ্য প্রদান করেন।
পুলিশ জানায়, চলতি বছরের ১৫ই ফেব্রুয়ারি ডাকাত সদস্যরা সুকৌশলে খাবারের সাথে চেতনানাশক প্রয়োগ করে উপজেলার বিনোদপুর ইউনিয়নের তল্লাবাড়িয়া গ্রামে দুর্ধর্ষ ডাকাতির ঘটনা ঘটায়।
এ ঘটনায় অধ্যক্ষ খায়রুজ্জামান বাদী হয়ে ১৯ ফেব্রুয়ারী ১২/১৫ জন অজ্ঞাত ব্যক্তিকে আসামি করে মহম্মদপুর থানায় একটি মামলা দায়ের করেন।
প্রেস ব্রিফিং-এ মহম্মদপুর থানা অফিসার ইনচার্জ বোরহান উল ইসলাম বলেন, ডাকাতির ঘটনার পর মাগুরা জেলা পুলিশ সুপার মোহাম্মদ মশিউদৌলা রেজা (বিপিএম) স্যারের নির্দেশনায় একটি টিম গঠন করে অনুসন্ধান কার্যক্রম শুরু করি। সহকারি পুলিশ সুপার সার্কেল (শালিখা- মহম্মদপুর) মোস্তাফিজুর রহমানের সাথে ইনস্পেক্টর (তদন্ত) রাসেল মুন্সি বিভিন্ন সূত্র ধরে কয়েকটি জায়গায় অভিযান পরিচালনা করেন। এক পর্যায়ে ফরিদপুর জেলার রাজবাড়ী রাস্তার মোড় এলাকার থেকে আলামিন নামের এক ডাকাত সদস্যকে আটক করা হয়। আলামিনের দেওয়া তথ্য মতে মহম্মদপুর উপজেলার ঘুল্লিয়া গ্রামের একটি মেহগনি গাছের বাগান থেকে ডাকাতির কাজে ব্যবহৃত অস্ত্র গুলো উদ্ধার করা।
অফিসার ইনচার্জ বোরহান উল ইসলাম বলেন ডাকাতি হওয়া মালামাল সহ, ডাকাতি কাজে জড়িত থাকা বাকি ডাকাত সদস্যদেরকে অচিরেই গ্রেফতার করা হবে