
মোঃমুকুল হোসেন- সিরাজগঞ্জ প্রতিনিধি সিরাজগঞ্জের অন্তরগত রায়গঞ্জ উপজেলার গ্রামপাঙ্গাসী বাজারে অবস্থিত পশু হাসপাতালের সাব সেন্টার প্রায় ত্রিশ বছর ধরে অচল অবস্থায় পড়ে আছে। এখানে নেই কোন ডাক্তার র্কমচারী ও প্রয়োজনীয় আসবাব পত্র। এখানে শুরু থেকে চলতো পশু চিকিৎসা বিষয়ক পরার্মশ ও ক্রিত্তিম প্রজনন সহ প্রাথমিক চিকিৎসা সুবিধা। একজন পশু চিকিৎসক র্সাবক্ষনিক সেবা দিত এখানে। প্রায় ত্রিশ বছর ধরে এর কোন কিছুই নেই এখানে। হাসপাতালের একটি ঘর দেখে মনে হয় এটি একটি পাখি ও শেয়াল শকুনের বাসা। হাসপাতালের সামনে একটি পশু প্রজননের খাচা পড়ে থাকলেও এটিও র্বতমানে আর চোখে পড়েনা। গত রবিবার ২৬ শে মার্চ২০২৩ সরেজমিনে গিয়ে জানাযায় মিরেরদেউলমুরা গ্রামের জাকির হোসেন বলেন এখানে প্রায় ত্রিশ পায়ত্রিশ বছর ধরে হাসপাতালের কোন কার্যক্রম দেখিনা এবং কোন ডাক্তার আসেনা।ইউপি সদস্য বেলাল হোসেন বলেন আমি ইউপি সদস্য হওয়ার পর থেকে এখানকার কোন কার্যক্রম দেখিনাই। এলাকা বাসি এখানে একটি ডাক্তার নিয়োগ দিয়ে হাসপাতালটি সচল করার জন্য উপজেলা ও জেলা পশু হাসপাতাল এবং সংশ্লিষ্ট র্কতৃপক্ষের সুদৃষ্টি কামনা করছেন।