বৃহস্পতিবার, জানুয়ারি ২৩, ২০২৫

৩০ জন সম্মানিত শিক্ষককে গন সংবর্ধনা।

Logo
ডেস্ক রিপোর্ট শনিবার, ০৭ ২০২৪, ৯:১৬ অপরাহ্ণ

—————————————-
সিরাজুল ইসলাম।

দৈনিক যুগান্তরের পাঠকদের নিয়ে সামাজিক সংগঠন স্বজন সমাবেশ অনুষ্ঠিত হয়
বিজয়নগর উপজেলা শাখার নতুন কমিটির অভিষেক ও সফল ৩০ জন শিক্ষক মহোদয় গনকে সংবর্ধনা দেওয়া হয়।
সংবর্ধনা অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন
জনাব,আমিনুল ইসলাম চৌধুরী, কর্মরত আমেরিকা দুতাবাস।
বিশেষ অতিথি জনাব,হাসান মাহমুদ, ব্যাবস্হাপক পরিচালক বাংলাদেশ গ্যাসফিল্ড।
মাওঃ জহিরুল ইসলাম, সভাপতি আকাইদে ইসলাম বিজয়নগর।
ডাঃ আজিজুল ইসলাম, কর্মরত অষ্ট্রেলিয়া সিডনি।
ডাঃ আলি নেওয়াজ,
জামাত নেতা।
মাওঃ এনামুল হক সুমন,হেফাজত নেতা।
ডাঃ শফিকুল ইসলাম।
মাওঃ বোরহান উদ্দিন কাসেমী, সিনিয়র সহসভাপতি হেফাজতে ইসলাম ব্রাক্ষণবাড়িয়া।
জনাব,মানসুরুল হক।
প্রভাষক মাধবপুর কলেজ।
প্রধান অতিথি তাঁর বক্তব্যে বলেন শিক্ষক মহোদয় গন আমাদের মাথার তাজ,মা বাবা আমাদের জন্ম দিয়েছেন কিন্তু স্বু শিক্ষায় শিক্ষিত করে সারা বিশ্বে মাথা উঁচু করে কথ বলার যোগ্যতা করে তুলেছেন শিক্ষকরা।
আমৃত্যু তাঁদের সম্মান করে যাব ইনশাআল্লাহ।
শিক্ষকদের পক্ষ থেকে কয়েকজন শিক্ষক অনুভতি ব্যাক্ত করতে গিয়ে আবেগপ্রবণ হয়ে পরেন
এবং কান্না জড়িত কন্ঠে বলেন স্বজন সমাবেশ আমাদেরকে যে সম্মান দেখিয়েছে তা কখনো ভুলার নই।

সংবর্ধিত শিক্ষক গন হলেন।
১/প্রফেসর রবিদ্র
আচার্য্য,সিলেট এমসি কলেজ।
২/জনাব,আবুল মোবারক
সাবেক প্রধান শিক্ষক
বিদারা বাদ ইউনিয়ন স্কুল এন্ড কলেজ।
৩/জনাব,মাওলানা ইব্রাহিম খান
নিদারা বাদ ইউনিয়ন স্কুল এন্ড কলেজ।
৪/জনাব,মোঃ আঃহক
সাবেক প্রধান শিক্ষক
মুকুন্দপুর উচ্চ বিদ্যালয়।
৫/জনাব,মোঃ তাজুল ইসলাম
সাবেক প্রধান শিক্ষক
পাহাড়পুর ইউনিয়ন উচ্চ বিদ্যালয়।
৬/জনাব,মোঃ আখতার হোসেন খান
সাবেক প্রধান শিক্ষক বিষ্নপুর উচ্চ বিদ্যালয়।
৭/জনাব,মোঃ জুহুর আহমেদ
সাবেক প্রধান শিক্ষক
মৈন্দ উচ্চ বিদ্যালয়।
৮/ জনাব,সামছুল হক
সাবেক প্রধান শিক্ষক সাতবর্গ উচৃচ বিদ্যালয়।
৯/জনাব,মাওঃ হাবিব উল্লাহ
সাবেক শিক্ষক
দাউদ পুর সরকারি উচ্চ বিদ্যালয়।
১০/ জনাব,মাওঃ খলিলুর রহমান
সাবেক প্রভাষক আদমপুর ফাজিল ডিগ্রি মাদরাসা।
১১/মাওঃ নুরুল্লাহ
সাবেক প্রভাষক শ্রীপুর ইসলামিয়া ফাজিল ডিগ্রি মাদরাসা।
১২/জনাব,মোঃ আঃ কাদের
সাবেক প্রধান শিক্ষক পাহাড় পুর সরকারি প্রাথমিক বিদ্যালয়।
১৩/সারুয়ার রহমান
সাবেক শিক্ষক খাদুরাইল সরকারি প্রাথমিক বিদ্যালয়।
১৪/ জনাব,ফজলুর রহমান
সাবেক শিক্ষক লক্ষিমুড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়।
১৫/ গোপাল চন্দ্র চৌধুরী
সাবেক শিক্ষক সাতবর্গ মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়।
১৬/জনাব,কুতুব উল আলম
সাবেক প্রধান শিক্ষক
খাদুরাইল সরকারি প্রাথমিক বিদ্যালয়।
১৭/জনাব,মোহাম্মদ আলী
খন্দকার, সাবেক প্রধান শিক্ষক চাঁনপুর আদর্শ স্কুল এন্ড কলেজ।
১৮/ জনাব,সিরাজুল ইসলাম
সাবেক শিক্ষক নোয়াগাও সরকারি প্রাথমিক বিদ্যালয়।
১৯/জনাব,নির্মলেন্দু সেন বাদল, সাবেক শিক্ষক দাউদ পুর সরকারি উচ্চ বিদ্যালয়।
২০/ জনাব,মোহাম্মদ মহসিন আহমেদ, সাবেক প্রধান শিক্ষক মেরাশানী পলিটেকনিক একাডেমি।
২১/ জনাব, গিয়াস উদ্দিন আহমেদ, সাবেক শিক্ষক
মেরাশানী পলিটেকনিক একাডেমি।
২২/জনাব,মোঃ আবু মুছা সাবেক শিক্ষক দাউদ পুর সরকারি উচ্চ বিদ্যালয়।
২৩/জনাব, মোঃ আনছর আলী,সাবেক প্রধান শিক্ষক খাূুরাইল সরকার প্রাথমিক বিদ্যালয়।
২৪/ জনাব,মোঃ আব্দুল্লাহ।সাবেক প্রধান শিক্ষক বীর পাশা সরকারি প্রাথমিক বিদ্যালয়।
২৫/জনাব,মাওঃ আব্দুল্লাহ
সাবেক ভাইস প্রিন্সিপাল আওলিয়ানগর মোহাম্মদিয়া আলিয়া মাদ্রাসা।
২৬/ জনাব, হাফেজ, মাওঃ খলিলুর রহমান, বিভাগীয় প্রধান সাতগাঁও হাসানিয়া মাদ্রাসা।
২৭/ জনাব,মাওঃ সিরাজুল ইসলাম খান, মুহতামীম জামিয়া ইসলামীয়া দারুল উলুম হরষপুর।
২৮/ জনাব,মোঃ তাজুল ইসলাম, সাবেক শিক্ষক খাটিংগা সরকারি প্রাথমিক বিদ্যালয়।
২৯/জনাব,মাওঃ আঃ রব
সাবেক প্রধান শিক্ষক সাটির পাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়।
৩০/ জনাব,সানাউল হক।
সাবেক শিক্ষক তালতলা সরকারি প্রাথমিক বিদ্যালয়।

ADVERTISEMENT
অন্যান্য সংবাদ

লামা (বান্দরবান) সংবাদদাতা: বান্দরবান লামা উপজেলার ৫টি ট্রাক্টর মহেশখালীতে পুড়ে দিয়েছে, সেখানকার আধিপত্য বিস্তারকারী দুর্বৃত্তরা। দুর্বৃত্তরা ৫টি ট্রাক্টর পুড়েছে শুধু তাই নই; …

মোঃ কামরুজ্জামান সিনিয়র রিপোর্টার: লামা উপজেলার বিভিন্ন বিভাগীয় কর্মকর্তা, সুশীল সমাজ ও বৈষম্যবিরোধী ছাত্র প্রতিনিধিদের সাথে লামায় বান্দরবান জেলা পরিষদ চেয়ারম্যানের মতবিনিময় …

দেলোয়ার হোসেন রাজধানীর সবুজবাগ এলাকা থেকে একটি বিদেশী পিস্তল ও পাঁচ রাউন্ড তাজা গুলিসহ তিনজনকে গ্রেফতার করেছে ডিএমপির ডিবি-লালবাগ বিভাগ। গ্রেফতারকৃতরা হলো- …

মোঃ আব্দুল হান্নান, আদমদিঘী উপজেলা, প্রতিনিধি: স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক মোঃ রুহুল আমিন এর সভাপতিত্বে এব; সিনিয়র যুগ্ম আহ্বায়ক মোঃ জিল্লুর রহমান এর …