মাসুম বিল্লাহঃ
আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে কেরানীগঞ্জের ঐতিহ্যবাহী কলাতিয়া উচ্চ বিদ্যালয় ক্যাম্পাসে আপন জানালা আয়োজন করে ‘শিশুদের চিত্রাঙ্গন প্রতিযোগিতা ২০২৪’ ও বর্ণমালা লিখনে প্রতিযোগিতা ‘মোরা লিখব আজি রক্তে লেখা বর্ণ মালার নাম’। যেখানে শিশুদের
বর্ণমালা পরিচয় করিয়ে দেওয়া হয়।
আপন জানালার এই অনুষ্ঠানকে কেন্দ্র করে, কলাতিয়া উচ্চ বিদ্যালয় ক্যাম্পাসটি ছিল, কচিকাচাদের ভিড়ে মুখর।
চিত্রাংকনের মাধ্যমে বর্ণমালা শেখা ও সৃজনশীলতা বিকাশের জন্য ছিল এই আয়োজন।
৭২ তম আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে কলাতিয়া উচ্চ বিদ্যালয় ক্যাম্পাস প্রাঙ্গনে আপন জানালা আয়োজিত এই অনুষ্ঠানটি উদ্বোধন করেন কলাতিয়া বিশ্ববিদ্যালয় কলেজের সভাপতি নুর উদ্দিন আহমেদ।
স্বয়ং উপস্থিত থেকে অনুষ্টানটি উপভোগ করেন কেরানীগঞ্জ মডেল থানা আওয়ামী লীগের প্রতিষ্ঠাতা সভাপতি জনাব ইউসুফ আলী চৌধুরী সেলিম, আরো উপস্থিত ছিলেন মানবতার ফেরিওয়ালা ডাক্তার হাবিবুর রহমান, ফাউন্ডার হেলথ কেয়ার এন্ড হসপিটাল এর চেয়ারম্যান শওকত আলী, কলাতিয়া বিশ্ববিদ্যালয় কলেজের প্রিন্সিপাল জনাব জনাব মোঃ লিয়াকত আলী, কলাতিয়া উচ্চ বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষিকা মাহফুজা আক্তার এবং আরো অনেক গণ্যমান্য ব্যক্তিবর্গ