ইউসুফ আলী
নাটোর প্রতিনিধি
২০২৪ সালের জুলাই আগষ্টের ছাত্র জনতার গণঅভ্যুথানে নাটোরে আহত ও শহীদদের স্বরনে স্বরনসভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। সোমবার বেলা ১ টার দিকে জেলা প্রশাসক সম্মেলন কক্ষে জেলা প্রশাসক আসমা শাহীনের সভাপতিত্বে। এ সময় উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক সার্বিক মাছুদুর রহমান,অতিরিক্ত পুলিশ সুপার শরিফুল ইসলাম, সিভিল সার্জন মুক্তাদির আরিফিন, নাটোর জেলার বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়ক শেখ ওবায়দুল্লাহ মীম সহ আহত ও নিহতদের পরিবারের স্বজনরা উপস্থিত ছিলেন।২০২৪ সালের জুলাই আগষ্টের গণঅভ্যুধানে নাটোর জেলায় ৮১ জন আহত ও ৮ জন নাটোর জেলায় নিহত হয়। এসময় বক্তারা বলেন ছাত্রজনতার অভ্যুথানের মাধ্যমে দেশ দ্বিতীয় বার স্বাধীন হয়েছে। এই স্বাধীনতা এমনিতে আসেনি অনেক ছাত্রজনতার রক্তের মাধ্যমে দেশ স্বাধীন হয়েছে। আহতের পরিবার সরকারের কাছে দাবী জানান যারা আহত হয়েছে তাদের কে সরকার যেন আর্থিকভাবে সহায়তা ও কর্মসংস্থানের ব্যাবস্থা করে সেই দিকে সরকারের কাছে আবেদন জানান বক্তারা। অনুষ্ঠান শেষে আহত ও নিহতের স্বরনে দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়