মোঃইব্রাহিম,ধামরাই(ঢাকা)প্রতিনিধিঃ শুরু হয়েছে চার দিন ব্যাপী ২০তম ধামরাই উপজেলা স্কাউট সমাবেশ ২০২৩।
২০শে ফেব্রুয়ারী সোমবার থেকে শুরু হয় স্কাউট সমাবেশের কার্যক্রম। মঙ্গলবার ২১শে ফেব্রুয়ারী সকালে ধামরাই উপজেলা নির্বাহী অফিসার হোসাইন মোহাম্মদ হাই জকীর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে আনুষ্ঠানিকভাবে সমাবেশের উদ্ভোধন করেন স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের স্থায়ী কমিটির সভাপতি এবং ঢাকা-২০ আসনের মাননীয় সংসদ সদস্য বীরমুক্তিযোদ্ধা আলহাজ্ব বেনজীর আহমেদ।
এসময় আরও উপস্থিত ছিলেন ধামরাই উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক এবং পৌর মেয়র গোলাম কবির মোল্লা, ধামরাই থানার ওসি মোঃ আতিকুর ররহমান পিপিএম,সুয়াপুর নান্নার স্কুল এন্ড কলেজের সভাপতি ড.মোঃ সাইদুর রহমান সেলিম,ধামরাই উপজেলা পরিষদের চেয়ারম্যান মোঃ মোহাদ্দেছ হোসেন,এসডি আই এর প্রতিষ্ঠাতা ও নির্বাহী পরিচালক সামছুল হক সহ আরও অনেকে।
ধামরাই উপজেলার ৪০টি শিক্ষা প্রতিষ্ঠানের চার শতাধিক শিক্ষার্থী উক্ত স্কাউট সমাবেশে অংশগ্রহণ করেছে।