মাহমুদুল হাসান, রামগড় (খাগড়াছড়ি) প্রতিনিধিঃ
দীর্ঘ ১৮ বছর পর কোনো বাধাবিঘ্ন ছাড়াই খাগড়াছড়ি জেলার রামগড় উপজেলায় সমাবেশ করলেন খাগড়াছড়ি জেলা বিএনপির সভাপতি, সাবেক সংসদ সদস্য এবং পার্বত্য চট্টগ্রাম উন্নয়ন বোর্ডের প্রাক্তন চেয়ারম্যান ওয়াদুদ ভূঁইয়া।
সোমবার (১১ নভেম্বর) রামগড় উপজেলা ও পৌর বিএনপির উদ্যোগে রামগড় বাস টার্মিনালে আয়োজিত সম্প্রীতি সমাবেশে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন তিনি। বিএনপির এই সমাবেশে কয়েক হাজার নেতাকর্মী অংশ নেন। দুপুর ২টা থেকে সমাবেশের আনুষ্ঠানিক কার্যক্রম শুরু হলেও সন্ধ্যায় ওয়াদুদ ভূঁইয়া এতে যোগ দেন।
সরেজমিনে দেখা গেছে, দীর্ঘদিন পর দলটির রামগড় কার্যালয়ের চারপাশের চেহারা বদলে গেছে। একসময়ের পুলিশ এবং আইনশৃঙ্খলা বাহিনীর উপস্থিতি এখানে এখন নেই। বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়া, তারেক রহমান এবং ওয়াদুদ ভূঁইয়ার ছবি সম্বলিত ব্যানার-ফেস্টুনে সাজানো হয়েছে পুরো সমাবেশ এলাকা। রামগড়ের প্রধান সড়ক এবং আশপাশের এলাকায় মাইক স্থাপন করে উন্মুক্ত সমাবেশ পরিচালনা করা হয়।
বিএনপির নেতাকর্মীরা বলছেন, আগে সমাবেশে অংশ নিতে পথে বাধার সম্মুখীন হতে হতো, এমনকি হামলা এবং গ্রেপ্তারের আশঙ্কায় সময় কাটাতে হতো। কিন্তু এবার সেই পরিস্থিতি বদলেছে। নেতাকর্মীরা স্বস্তিতে নিজ নিজ বাড়িতে দিন কাটিয়েছেন এবং নিশ্চিন্তে সমাবেশে যোগ দিয়েছেন।
খাগড়াছড়ি জেলা বিএনপির সহ-সভাপতি হাফেজ আহম্মেদ ভূঁইয়ার সভাপতিত্বে এ সমাবেশে বক্তব্য রাখেন খাগড়াছড়ি জেলা বিএনপির সহ-সভাপতি প্রবীণ চন্দ্র চাকমা, সাধারণ সম্পাদক এম এন আবছার, যুগ্ম সাধারণ সম্পাদক অ্যাডভোকেট আব্দুল মালেক মিন্টু, মো. মোশাররফ হোসেন, অনিমেষ চাকমা রিংকু, সাংগঠনিক সম্পাদক মো. আব্দুর রব রাজা, জেলা মহিলা দলের সভাপতি কুহেলি দেওয়ান, জেলা যুবদলের সভাপতি মাহবুবুল আলম সবুজ এবং রামগড় উপজেলা বিএনপির সভাপতি মো. ইব্রাহিম খলিল ও রামগড় পৌর বিএনপির সভাপতি মোঃ জসিম উদ্দিন।
গত ৫ আগস্ট প্রধানমন্ত্রীর পদত্যাগের পর খাগড়াছড়ি অঞ্চলে বিএনপির বিভিন্ন কার্যক্রম নির্বিঘ্নে পরিচালিত হচ্ছে। সোমবার সকাল থেকেই রামগড়ের বিভিন্ন ইউনিয়ন এবং ওয়ার্ড এলাকা থেকে নেতাকর্মীরা খণ্ড খণ্ড মিছিল নিয়ে সমাবেশস্থলে জড়ো হতে থাকেন, যা এলাকায় এক বিশেষ উৎসবের পরিবেশ সৃষ্টি করে।