প্রিন্ট এর তারিখঃ সেপ্টেম্বর ১৯, ২০২৪, ৩:০৫ এ.এম || প্রকাশের তারিখঃ মার্চ ১৫, ২০২৪, ৫:০৪ অপরাহ্ণ
১৪ তম বিশ্ব অর্থনৈতিক সম্মেলন, এবছর আন্তর্জাতিক ‘প্রিয়দর্শিনী’ অ্যাওয়ার্ড পেলেন ব্যারিস্টার অনন
শাহ সাহিদ উদ্দিন, কুমিল্লা রিপোর্টার
এ বছর ১৪ তম বিশ্ব অর্থনৈতিক শীর্ষ সম্মেলন ‘প্রিয়দর্শিনী’ অ্যাওয়ার্ড পেয়েছেন 'আরআর লাইফস্টাইল'- এর সত্বাধিকারী ব্যারিস্টার বেনজির আলম অনন।
নয়া দিল্লির এ্যরোসিটির প্রাইড প্লাজা হোটেলে গত শনিবার ( ২ মার্চ) অনুষ্ঠিত বৈশ্বিক সুযোগে নারী উদ্যোক্তাদের ক্ষমতায়ননে 'ফরটিন গ্লোবাল ইকোনোমিক সামিট অ্যান্ড এক্সিবিশন’-এর প্রধান অতিথি ভারতের সড়ক পরিবহনমন্ত্রী নিতিন গাডকারি তার হাতে ‘প্রিয়দর্শিনী’ অ্যাওয়ার্ড তুলে দেন। এ সময় বিশেষ অতিথি ছিলেন উত্তরপ্রদেশের এএফটি ইউনিভার্সিটি অফ মিডিয়া অ্যান্ড আর্ট নদিয়ার প্রতিষ্ঠাতা ও উপাচার্য সন্দীপ মারওয়াহ এবং সম্মতিসূচক ধন্যবাদ জ্ঞাপন করেন ফেডারেশন অব ইন্ডিয়ান উইমেন এন্ট্রিপ্রিনিয়র্স (এফআইডব্লিউই) এর মিস রুপালী গুপ্তা।
এছাড়াও দুই দিন ব্যাপী ওই অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন, ফেডারেশন অব ইন্ডিয়ান উইমেন এন্ট্রিপ্রিনিয়র্স (এফআইডব্লিউই) এর সভাপতিরড. রজনী আগরওয়াল, ড. হাশেম হোসেন, হেড ইউরেডো আইটিপিও, ড. আরজু রানা দেউবা, এমপি নেপালি কংগ্রেস পার্টি, শ্রীমতি মো. কে. রত্না প্রভা, প্রাক্তন মুখ্য সচিব কর্ণাটকর, মিস মের্টি ইপাও যুগ্ম সচিব, এমএসএমই, শ্রী নারায়ণ তাতু রানে, মাননীয় মন্ত্রী, এমএসএমই, শ্রী সন্তোষ সারং, অতিরিক্ত সচিব এবং বৈদেশিক বাণিজ্য মহাপরিচালক, শ্রীমতি রিতিকা চোপড়া, সিনিয়র জেন্ডার উপদেষ্টা ইউএসএআইডি মিশনের ডেপুটি হাই কমিশনার দক্ষিণ আফ্রিকা এইচ.ই. মিঃ সেড্রিক সিক্রাউলি, মিসেস রিম বদরান, প্রতিষ্ঠাতা মেনা ব্যবসায়ী মহিলা নিউটক এবং ব্যবস্থাপনা ও ব্যবসার জন্য সিইও আল হুরা ডেভেলপমেন্ট কনসালটেন্সি কোম্পানি, মিসেস রানী ওয়েমেল সহকারী প্রতিষ্ঠাতা এবং সিইও, এলটিটি গ্লোবাল যোগাযোগ এসডিএন বি, ডঃ শোভা ধাওয়ান, চেয়ারপারসন ডসন এক্সিম কর্পোরেশন এলএলপি,
মিস কান্তা সিং ডেপুটি কান্ট্রি রিপ্রেজেন্টেটিভ ইউএন (নারী ভারত জাতিসংঘ নারী), শ্রী অর্পিত ধুপার সিইও, ওহারক্ষা ইকোসলিউশন প্রাইভেট লিমিটেড, মিসেস ইয়াসি অ্যালিনস বুরিলো রিভেরা রাষ্ট্রদূত, পানামা দূতাবাসের অধ্যাপক ডাঃ সেলভারাজ ওয়ান পিলে,
প্রধান নির্বাহী কর্মকর্তা ইউনিভার্সিটি মালয়েশিয়া সারাওয়াক ইউনিমাস স্কিল ডেভেলপমেন্ট, শংকর প্রসাদ শর্মা, নেপালের হাইকমিশনার, ড. মিসেস ফ্লোরেন্স মুসুন্ডওয়া, ডিরেক্টর, গ্রো সাপ্লাইয়ার জেডএ, শ্রীমতি দীপালি গোটাদক, প্রতিষ্ঠাতা, ওয়েবড্রিমস-ভারত, সুশ্রী পূজা বাগরিচা, সুশ্রী পুষ্পাঞ্জলি চাওলা, শ্রীমতি মৃদুলা জৈন, প্রতিষ্ঠাতা শিংগোরা টেক্সটাইল লিমিটেড, রাজন সুদেশ রত্না উপপ্রধান এবং জাতিসংঘের ইএসসিএপি দক্ষিণ ও দক্ষিণ পশ্চিম এশিয়া অফিসের সিনিয়র অর্থনৈতিক বিষয়ক কর্মকর্তা শ্রী. প্রশান্ত কুমার সিং, পরিচালক ও সিইও, জিইএম ভেঙ্কটেশ মহাদেবন, স্বাধীন পরিচালক (দাড়ি সদস্য), ফেলিসউ ব্রিটিশ কম্পিউটার সোসাইটি, মডারেটর মিস অরুন্ধতী মুখার্জি, আনশুল পান্ডে প্রতিষ্ঠাতা, প্যান সায়েন্স ইনোভেশনস মিঃ ডগলাস সি. ডিন, ব্যবসা উন্নয়ন এবং কৌশল বিশেষজ্ঞ প্রদীপ মালহোত্রা, সুনীল শেঠি, শ্রী শরদ কোহলি, শ্রীলঙ্কার হাই কমিশন মিসেস কাহেনুকা সেনিউরত্ন, ডঃ রবীন্দ্র কুমার সিং, প্রধান মহাব্যবস্থাপক (এসআইওওওয়ান),
শ্রী শরদ কোহলি, প্রতিষ্ঠাতা কেসিসি গ্রুপ, মিসেস পারভীন মাহমুদ, প্রাক্তন সভাপতি, ইনস্টিটিউট অফ চার্টার্ড অ্যাকাউন্ট্যান্টস অফ বাংলাদেশ (আইসিএআর), মিসেস রাচিরা শুকা, আইএফসি, ওয়ার্ল্ড ব্যাংক, স্বাতী ভার্গব, প্রতিষ্ঠাতা, ক্যাশ করো,
ডাঃ শালিনী নালওয়াদ, চেয়ারম্যান, আইসিএটিটি ফাউন্ডেশন (এয়ার অ্যাম্বুলেন্স সার্ভিসেস) মিঃ বেদাংশ কে. হেড অফ মার্কেটিং, বুট লাইফস্টাইল, মিসেস বিনিতা সিং, প্রতিষ্ঠাতা, সুগার কসমেটিকস, মিসেস রাজেশ্বরী শ্রীনিবাসন সিইও এফএডি- ভারত, সলিল মল্লিকের সিইও দামিলনে তানিয়া সিংগাল, মাইনজা, পুনর্নবীকরণযোগ্য শক্তি লোড, মিসেস শৈলী চোপড়া, ফাউন্ডার দ্য পিপল মাদারেটার, ড. রজনী আগরওয়াল, সভাপতি, (এফআইডব্লিউই), মিসেস আনিশা সিং, প্রতিষ্ঠাতা, সে ক্যাপিটাল, মিঃ অভিষেক গুপ্ত, পার্টনার, ট্রাইফেক্টা ক্যাপিটাল স্পিকার: মা, সংস্কৃতি আবুল দাউল, প্রতিষ্ঠাতা, থিঙ্কারবেল স্পিকার ল্যাবস প্রমূখ।
ফেডারেশন অব ইন্ডিয়ান উইমেন এন্ট্রিপ্রিনিয়র্স (এফআইডব্লিউই) ২ দিনব্যাপী (১ থেকে ২ মার্চ) এ সামিটের আয়োজন করে।
সার্কভুক্ত দেশগুলোর মধ্যে ১৯৯৫ সাল থেকে নির্বাচিত নারীদের যৌথভাবে এ অ্যাওয়ার্ড দিয়ে আসছে ভারতের এমএসএমই মন্ত্রণালয় এবং এফআইডব্লিউই।
ব্যারিস্টার বেনজির আলম অনন কুমিল্লা উত্তর জেলা আওয়ামীলীগের সাবেক সাধারন সম্পাদক ও কুমিল্লা-৩ (মুরাদনগর) আসনের সাংসদ জাহাঙ্গীর আলম সরকারের দ্বিতীয় কন্যা।
বাংলাদেশের পক্ষে এ সম্মননা গ্রহন করায় নারী উদ্যোক্তা ব্যারিস্টার বেনজির আলমকে কুমিল্লার মুরাদনগর উপজেলা আওয়ামীলীগের মহিলা বিষয়ক সম্পাদক এডভোকেট আসমা রত্মা অভিনন্দন জানিয়ে আন্তর্জাতিক পর্যায়ে দেশীয় পণ্য এবং বাংলাদেশের গৌরবময় কৃষ্টি ও সংস্কৃতি তুলে ধরার জন্য এ উদ্যোক্তা ও তার অংশীদারকে প্রশংসা করেন।
এডভোকেট আসমা রত্মা বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনার দূরদর্শী নেতৃত্বে বাংলাদেশে নারীর ক্ষমতায়ন ও সাফল্য অর্জন করছে। এ সময় নারীর ক্ষমতায়ন ও আন্তর্জাতিক বিশ্বের সব দেশের সাথে ব্যবসা-বাণিজ্য সম্প্রসারণের স্বার্থে দেশের সকল নারীদের পক্ষ থেকে থেকে সব ধরনের সহযোগিতা পাবেন বলেও মতামত ব্যক্ত করেন।