হোমনা রামকৃষ্ণপুর অহিদ সুপার মার্ট এর শুভ উদ্বোধন
মোঃহাসান স্টাফ রিপোর্টার
----------------------------------------
কুমিল্লার হোমনায় রামকৃষ্ণপুর ওয়াই ব্রিজ সংলগ্নে প্রথমবারের মত ন্যায্য মূল্যে ঘরোয়া পণ্যের স্লোগান নিয়ে অহিদ সুপার মেগা মার্টে একটি সুপার শপের শুভ উদ্বোধন করা হয়েছে।
গতকাল রবিবার ১৬ই এপ্রিল সন্ধ্যায় উপজেলার চান্দেরচর ইউনিয়নের রামকৃষ্ণপুর বাজার রামচন্দ্রপুর টু রামকৃষ্ণপুর সিএনজি স্টেশন এর চত্বরে এই সুপার শপের উদ্বোধন করা হয়।
দোয়া মাহফিল এর মাধ্যমে যাক জমকভাবে নিত্য প্রয়োজনীয় দ্রব্যের এই দোকানের শুভ উদ্বোধন করেন উক্ত প্রতিষ্ঠানের কর্তৃপক্ষ। উক্ত উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, অহিদ সুপার মার্টের পরিচালক মো. মাসুদ রানা, মো. সুজন মিয়া, মো. তসলিম হাসান ইমরান, মো. সজিব আহমেদ বাবু ও আতিকুর রহমান তুষার সহ স্থানীয় এলাকার গন্যমান্য ব্যক্তিবর্গ সাংবাদিক ব্যবসায়ী জনপ্রতিনিধি সুশীল সমাজের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
স্থানীয়রা বলেন, সবকিছু একসাথে পাওয়া গেলে অযথা কেন বাজার ঘুরে ঘুরে সময় নষ্ট করব। এছাড়া এখানে ন্যায্য দামে একটি পরিবারের সকলপ্রয়োজনীয় জিনিসপত্র সহ সোনামণিদের পন্য পাওয়া যাচ্ছে।এরকম একটি এলাকায় এমন একটি সুপার শপ হওয়ায় আমরা আনন্দিত।
অহিদ সুপার শপ এর মালিক মো. সিরাজুল ইসলাম জানান, ঈদের শপিং কে সামনে রেখে আমাদের সুপার শপে পাওয়া যাবে দেশ-বিদেশের সকল ধরনের কয়েক হাজার পন্য। যেখানে একটি পরিবারের সকল পণ্য পাওয়ার সম্ভাবনা থাকবে। যেমন বেবি ফুডস বেবি ড্রেস বিয়ে শাদি ও গায়ে হলুদের মালামালসহ কসমেটিকস সামগ্রী পাশাপাশি এরাবিয়ান বোরখা ও পাকিস্তানি বোরখা রেডিমেড, এক্সপোর্ট কোয়ালিটি শার্ট প্যান্ট- পাঞ্জাবিসহ আরো বিভিন্ন নিত্য প্রয়োজনীয় সামগ্রীপাওয়া যায় এখানে
এছাড়া তিনি আরো বলেন, সুলভ মুল্যে সামগ্রী পাওয়া যাবে সকল পন্য।ভবিষ্যতে আমাদের সেবার মান বাড়ানো হবে। আমাদের উদ্দেশ্য হলো সর্বোচ্চ সেবার মাধ্যমে তুলনামূলক কম দামে সর্বাধিক গুণগত মানসম্পন্ন পণ্য ক্রেতার হাতে পৌঁছে দেওয়া। উল্লেখ্য যে, হোমনা উপজেলার রামকৃষ্ণপুর বাজারে এ ধরণের সুপার শপ এটিই প্রথম আত্মপ্রকাশ হলো । যার ফলে আধুনিকতার দিক দিয়ে আরেক ধাপ এগিয়ে গেল। রামকৃষ্ণপুর বাজার