
হোমনায়,যুব সংগঠনের উদ্যোগে ফুটবল টুর্নামেন্ট ফাইনাল অনুষ্ঠিত
———————————————-
মোঃহাসান স্টাফ রিপোর্টার
কুমিল্লর, হোমনায়, জাতীয় সংগীত পরিবেশন ও নানা আয়োজনের মধ্য দিয়ে ওমরাবাদ পশ্চিমপাড়া যুব সংগঠনের উদ্যোগে ফুটবল টুর্নামেন্টর ফাইনাল খেলা অনুষ্ঠিত
আজ সোমবার বিকেল সাড়ে ৪ টার দিকে ভাষানিয়া ইউনিয়নের ওমরাবাদ পশ্চিমপাড়া যুব সংগঠনের আয়োজনে ওমরাবাদ ওপেন খেলার মাঠে ৮ দলের চুড়ান্ত পর্বের এই ফুটবল টুর্নামেন্টর ফাইনাল খেলা অনুষ্ঠিত হয়েছে।
চুড়ান্ত পর্বের ফাইনাল খেলায় অংশ গ্রহণ করেন মাসুম একাদশ বনাম ইয়াশরিফ একাদশ। প্ৰথম অধ্যায় দুই দলের হাড্ডাহাটি লড়াইয়ে এক এক গোল সমতায় থাকায় দ্বিতীয়ার্ধে দুই দলই সমানে সমানে লড়াই করে’ কিন্তু গোলের দেখা পাইনি পরে এক এক গোল হওয়ায় টাইব্রেকারে ইয়াশরিফ একাদশকে এক গোলে হারিয়ে চ্যাম্পিয়ন লাভ করেন মাসুম একাদশ।
খেলায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন বিশিষ্ট ব্যবসায়ী ও টঙ্গী বাজার মালিক সমিতি মো. আনিছুর রহমান আনিছ, স্বাগত বক্তব্য রাখেন খেলার প্রধান মেহমান ও ভাষানিয়া ইউনিয়ন যুবলীগের সভাপতি মো.সাদেকুর রহমান
খেলায় প্রধান মেহমান ও ভাষানিয়া ইউনিয়ন যুবলীগের সভাপতি মো.সাদেকুর রহমান বলেন,
যাদক নয় খেলাধুলা ও সাংস্কৃতিক চর্চায় সামনে এগিয়ে যাবে আমাদের ভবিষ্যৎ প্রজন্ম। সে জন্য সমাজের প্রতিষ্ঠিত মানুষদের এরকম উদ্যাগে এগিয়ে আসা উচিত। তরুণদের এরকম ভালো কাজে উৎসাহিত করলেই তারা সামজের ভালোর জন্য কর্মে এগোবে
এ সময় কাশিপুর হাসিমিয়া উচ্চ বিদ্যালয়ের শিক্ষক শাহজালাল এর সভাপতিত্বে উপস্থিত ছিলেন সিঙ্গাপুর ব্যবসায়ী ও বিশেষ মেহমান মো.শাহজালাল মোল্লা, বিশেষ মেহমান আবদুল আউয়াল ভান্ডারি, মো. হাতেম আলী বেপারী, বিশিষ্ট ব্যবসায়ী আব্দুস সাত্তার, ইউপি সদস্য খাজা আহমেদ।
আরো উপস্থিত ছিলেন উপজেলা কৃষক লীগের প্রচার সম্পাদক আমির হোসেন, মইনুল ইসলাম, ওমরাবাদ পশ্চিম পাড়া যুব সংগঠনের সভাপতি ইমরান হোসেন, সাধারণ সম্পাদক লোকমান হোসেন, সহ-সভাপতি ওয়াসিম, কাউসার, অর্থ সম্পাদক সোহেল বাঘা, সফিক, মো. বশির সহ এলাকার গন্যমান্য ব্যক্তিগণ এ সময় উপস্থিত ছিলেন।
খেলা শেষে অতিথিবৃন্দের নিকট থেকে মাসুম ফুটবল একাদশ খেলোয়াড়রা ৩২ ইঞ্চি এলইডি টিভিও রানার্স আপ দলের খেলোয়ারদের মাঝে টফি তুলে দেন অতিথিবৃন্দ। খেলায় ধারাভাষ্যকার ছিলেন কথার জাদুকর কবি দেলোয়ার।