
জুনায়েদ কামাল , স্টাফ রিপোর্টার:
নোয়াখালী বেগমগঞ্জের রমজানবিবি বাজারে হিমাচল বাস-এর বেপরোয়া গতিতে আনাস বিন ছায়েদ (৫) নামক এক শিশু মর্মান্তিকভাবে আহত হয়েছে।
বুধবার (২৯শে জানুয়ারি) দুপুর আড়াইটার দিকে নোয়াখালীর সোনাপুর-চৌমুহনী হাইওয়ে সড়কে এ সড়ক দূর্ঘটনা ঘটে। আনাস বিন ছায়েদ (৫) বেগমগঞ্জ উপজেলার ০৬ নং রাজগঞ্জ ইউনিয়নের রাজুল্যাপুর মনু মিঝি বাড়ির প্রবাসী আবু ছায়েদ সাগর এর মেজো ছেলে।
সরেজমিনে গিয়ে জানা যায়, আনাস এর বাবা প্রবাসী হওয়ায় তার মা পিনু আক্তার দুই ছেলে ও এক মেয়েকে নিয়ে উপজেলার রমজান বিবি বাজার সংলগ্ন একটি বাসা বাড়িতে ভাড়া থাকতেন। আনাস রমজান বিবি আল কুরআন দাখিল মাদ্রাসার প্লে শ্রেণীর ছাত্র। বুধবার দুপুরে আনাস সিঙ্গাড়া আনার জন্য রমজান বিবি বাজার হাইওয়ে সড়ক পারাপার হতে গেলে হিমাচল বাস (ঢাকা মেট্রো -ব ১৪-৭৯৯১) বেপরোয়া গতিতে ছুটে এসে আনাস কে ধাক্কা দিয়ে পালিয়ে যায়। এমতাবস্থায় স্থানীয় লোকজন তাকে উদ্ধার করে নোয়াখালী ২৫০ শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতালে নিয়ে গেলে তার অবস্থা আশঙ্কাজনক দেখে হাসপাতাল কর্তৃপক্ষ তাকে উন্নত চিকিৎসার জন্য ঢাকায় প্রেরণ করেন।
এদিকে স্থানীয় লোকজন সোনাপুর -চৌমুহনী হাইওয়ে সড়ক অবরোধ করে হিমাচল বাসটি আটক করার চেষ্টা করে। পরে পুলিশ ও সেনাবাহিনীর যৌথ অভিযানে বাসটি সনাক্ত করতে সক্ষম হয়।
এ বিষয়ে জানতে চাইলে চন্দ্রগঞ্জ হাইওয়ে থানার ওসি বলেন, আমরা বাসটি শনাক্ত করতে সক্ষম হয়েছি। আমাদের টিম বাসটি আটক করার চেষ্টা চালাচ্ছেন। ড্রাইভারকে শনাক্ত করা এখনো সম্ভব হয়নি। আশাকরি খুব দ্রুতই তাদেরকে শনাক্ত করতে পারবো।
বেগমগঞ্জ মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি লিটন দেওয়ান বলেন, সড়ক দুর্ঘটনার খবরটি শুনেছি। বিষয়টি হাইওয়ে পুলিশ দেখছে। এ বিষয়ে এখনো পর্যন্ত কোনো মামলা হয়নি।