

হিন্দুদের “ছাড়া বলদ” গরু জবাই: কলসকাঠী।
বাকেরগঞ্জ উপজেলার কলসকাঠী ইউনিয়নের চর বাগদিয়া গ্রামে গত দু বছর যাবৎ একটি বলদ গরু পালন করা হয়। কেউ এই গরুকে বলে ” ছাড়া বলদ ” কেউ বলেন আল্লাহর দান। পুরো কলসকাঠী ইউনিয়নব্যাপি এই গরুর ছিল অবাধ বিচরণ, কোন গন্ডি কিংবা সীমারেখা মানতো না গরুটি। দুঃখের বিষয় গত ৩দিন থেকে গরুটির কোন হদিস পাওয়া যাচ্ছিল না। বিভিন্ন এলাকা খুঁজে অবশেষে জট খোলে গরু হারানোর। সাদিশ আমতলী গ্রামের অবসরপ্রাপ্ত শিক্ষক ক্ষিতিষ স্যারের বাড়ির পশ্চিম পাশে হিন্দুদের পারিবারিক সমাধির জায়গায় বসে গরুটি রাতের অন্ধকারে কিছু দুষ্কৃতকারীরা জবাই করে। উক্ত জায়গায় জবাইকৃত রক্ত ও কলাপাতা বিছানো দেখতে পাওয়া যায়।
গরুটির আনুমানিক বাজার মূল্য ছিল ১ লাখ থেকে ১.৫০ লাখ টাকা।
কলসকাঠী ইউনিয়নের হিন্দু মুসলমান সম্প্রতি সর্বজনবিদিত কিন্তু এ রকম একটা ন্যাক্কারজনক ঘটনা হিন্দু সম্প্রদায়ের সবাইকে ব্যথিত করেছে। গরু চোর এবং যারা মাংস খেয়েছে তাদেরকে আইনের আওতায় আনার জন্য কলসকাঠী নাগরিক সমাজ প্রশাসনের কাছে জোড় দাবি যানাচ্ছে।