বৃহস্পতিবার, নভেম্বর ৭, ২০২৪

হালিশহর সমুদ্র সৈকত এলাকায় টাকা ছিনতাই ও মাছ লুটের অভিযোগ

Logo
ডেস্ক রিপোর্ট মঙ্গলবার, ২৯ ২০২৪, ১১:৪০ পূর্বাহ্ণ

চট্টগ্রাম অফিস:

চট্টগ্রামের বন্দর -হালিশহর রিং এলাকায় মাছ ব্যাপারীদের উপর হামলা করে টাকা ছিনতাই ও মাছ লুটের অভিযোগ পাওয়া গেছে গতকাল ২৭ অক্টোবর রোববার।

নেভী হাসপাতাল গেটস্থ কাঁচা বাজারের মাছ ব্যবসায়ী মোঃ সেকেন্দার আলী গতকাল রোববার সকালে এই অভিযোগ জানিয়েছেন।
তিনি আরো বলেন, ভোর সাড়ে ৪টায় হালিশহর চৌচলা থেকে বন্দরের আনন্দবাজার এলাকায় ২৫/৩০ জনের দূরবৃত্তের গ্রুপ পিকাপ চড়ে এসে সমূদ্রে মাছ কিনতে যাওয়ার সময় এই ঘটনা ঘটিয়েছে। তাদের কাছে বেশ অস্র-স্বস্র ছিল,
খবর পেয়ে বন্দর থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি দেখে এসে ডিসি পোর্ট বরাবর লিখিত অভিযোগ দায়ের করতে বলেন, এতে মাছ ব্যাবসায়ীর‌ ৩/৪ জন কর্মচারী হামলার শিকার হয়ে আহত হয়েছেন বলে অভিযোগে জানা গেছে। আহতরা হলেন রেজাউল করিম (৫২), মোঃ লাদেন (২০), মোঃ রিয়াজ -(১৮), নির্মূল দাশ(২২) ।

গত ১০/১২ দিনের মধ্যে এই ধরনের ২/৩ টি ঘটনা ঘটেছে বলে ও ভুক্তভোগীরা জানান।
রোববার ভোরে ঘটনার সময় দূরবৃত্তরা তিনটি পিকাপ
ভ্যানে চড়ে এসে এই ঘটনা ঘটিয়েছে। গাড়ি নং -চট্টমেট্ট ম-১১-১৩২৮ ও ১১-১৩২৫ এবং অপর গাড়ির নং পাওয়া সম্ভব হয়নি।
ভুক্তভোগীদের অভিযোগ যে পিকাপভ্যান গুলো পতেঙ্গা চরপাড়া, কাটগড়-হালিশহর আকমল আলী মৎস্য , আনন্দ বাজার, কাট্টলি মৎস্য ঘাট হয়ে বন্দর – হালিশহর সমুদ্র সৈকত এলাকায় প্রায় ছিনতাই, ডাকাতি ও মাছ লুটের কারনে, মৎস্য ব্যবসায়ীরা চরম নির্যাতন শিকার হতে হয় বলে জানান।
ভুক্তভোগীদের অভিযোগ করে দাবি করেছেন যে, দ্রুত উক্ত বিষয়ে আইনি পদক্ষেপ নিয়ে নিরীহ জেলে, মৎস্যজীবী, মৎস্য ব্যবসায়ীদের জননিরাপত্তা নিশ্চিত করতে অনুরোধ জানিয়েছেন।

ADVERTISEMENT

বান্দরবানে পিসিএনপি কর্তৃক প্রতিষ্ঠিত ‘সাঙ্গু বিলাস’ ছাত্রাবাস এর শুভ উদ্বোধন করলেন বান্দরবান রিজিয়ন ৬৯ পদাতিক ব্রিগেড কমান্ডার ব্রিগেডিয়ার জেনারেল মোহাম্মদ মেহেদী হাসান …

মোজাহের ইসলাম নাঈম, নোয়াখালী জেলা প্রতিনিধি: নোয়াখালীর দ্বীপ উপজেলা হাতিয়ার নিঝুমদ্বীপ ইউনিয়নের সাবেক ইউপি চেয়ারম্যান ও আওয়ামী লীগ সভাপতি মেহেরাজ উদ্দিনকে গ্রেপ্তার …

মোজাহের ইসলাম নাঈম, নোয়াখালী জেলা প্রতিনিধি: জাতীয় পার্টি (জাপা) একটি ভুয়া রাজনৈতিক দল বলে মন্তব্য করেছেন বিএনপির যুগ্ম মহাসচিব খায়রুল কবির খোকন। …

মোঃ আলমগীর হোসাইন, (গাজীপুর প্রতিনিধি): গাজীপুরে আজ ৬ নভেম্বর ২০২৪ ইং সকাল ১১ ঘটিকায় জাতীয় বিশ্ববিদ্যালয়ের মূল ক্যাম্পাসে ভাইস চ্যান্সেলর প্রফেসর ডঃ …