
মশিউর রহমান নয়ন– ২৮নভেম্বর সকাল দশটায় চট্টগ্রাম নগরের হালিশহর বসুন্ধরা আবাসিকের ৩ নম্বর রোডের ১ নম্বর লেইনে নিজবাসায় এইচ.এস.সি রেজাল্ট খারাপ হওয়ায় গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেছে সরাইপাড়া সিটি কর্পোরেশন কলেজ ছাত্রী কোহিনুরসুলতানা (১৯)।
পারিবারিক সূত্রে জানা যায়, খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে আসেন হালিশহর থানা পুলিশ । পরবর্তীতে চট্টগ্রাম মেডিকেল কলেজহাসপাতালে প্রেরণ করা হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত বলে ঘোষণা করেন।
এ বিষয়ে সিএমপি হালিশর থানা অফিসার ইনচার্জ কায়সার বলেন, পুলিশের উপস্থিতিতে ভিকটিমকে চট্টগ্রাম মেডিকেল কলেজহাসপাতালে পাঠানো হয়েছে। ময়না তদন্তের জন্য বুধবার আইনী কার্যক্রম সম্পাদন করা হবে।
সূত্রে আরও জানা যায়, কোহিনুর সুলতানার গ্রামের বাড়ি চট্টগ্রামের সন্দ্বীপে। গত ২৬ তারিখ এইচএসসি রেজাল্ট এর পর থেকেঅনেকটা ডিপ্রেশনে চলে যান কোহিনুর। কেউ কোনো কিছু বুঝে ওঠার আগেই নিজের ভুল সিদ্ধান্তের নির্মম ফল ভোগ করতে হয়শোকাহত পরিবারটিকে ।